OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

অপরিবর্তিত রেপো রেট, গাড়ি-বাড়ির ঋণের ইএমআই বাড়ছে না

10:26 AM Dec 08, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের আমজনতার জন্য সুখবর। বাড়ি্গাড়ির ঋণের বোঝার জন্য বাড়তি ইএমআই গুনতে হবে না। কেননা, রেপো রেট অপরিবর্তিত রেখেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো অপরিবর্তিত থাকল  রেপো রেট। 

গত বছরের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের উপরে  ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। চলতি বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জুন মাসে মুদ্রা নীতি কমিটির দ্বিতীয় বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছিল আম আদমি।

এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন,  মুদ্রাস্ফীতির পূর্বাভাসেও বড় কোনও পরিবর্তন ঘটছে না। ৫.৪ শতাংশই হবে বলে আশা করা হচ্ছে। তবে অর্থনৈতিক বৃদ্ধি ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপরে দাঁড়ানোয় রেপো রেট কমানো হতে পারে বলে আশা করছিলেন আর্থিক বিশেষজ্ঞরা। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হয়নি।

Tags :
RBI Repo RateReserve Bank of India.
Next Article