OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বেআইনি বাড়ি আটকানোর ক্ষমতা কাউন্সিলরদের নেই : ফিরহাদ

04:19 PM Jan 13, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: জগন্নাথ ঘাট থেকে অনেক গঙ্গার ঘাট ভাঙ্গা আছে। সেটা ঠিক করার কাজ করছি। আসলে এটা পোর্ট ট্রাস্টের দায়িত্ত্ব। আমরা তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কারণ গঙ্গা ভাঙনের কাজ পোর্ট ট্রাস্টের করার কথা। শনিবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি আরোও বলেন, প্রজেক্টের কারণ যে ভাঙন এখন অনেকটা আটকে দেওয়া গেছে। অনেক জায়গায় জল প্রকল্প আটকে যাচ্ছে ভাঙনের জন্য।কেন্দ্র ভাঙন আটকানোর কাজে টাকা দিচ্ছে না। তেমনই তারা ১০০ দিনের টাকা দিচ্ছে না। তারা এটা নিয়ে রাজনীতি করছে। যতদিন এই সরকার যাবে না তত দিন মানুষের সমস্যা মিটবে না বলে জানান ফিরহাদ হাকিম।

বেআইনি নির্মাণ প্রসঙ্গে মেয়রের মন্তব্য এই ধরনের ঘটনা ঘটলে সরাসরি পুলিসের কাছে আসবে। তার পরে কলকাতা পৌর সংস্থা কাজ। কাউন্সিলরদের বেআইনি বাড়ি আটকানোর ক্ষমতা নেই। আর অনুমতি দেওয়ার ক্ষমতা নেই বলে জানান মেয়র।অনুরাগ ঠাকুরের মন্তব্য প্রসঙ্গে মেয়র বলেন, মুদ্রা স্ফীতি হই হই করে বাড়ছে। যার ফলে ফুড ক্রাইসিস(Food Crisis) আসবে। নোট বন্দী করে কালো টাকা আটকাতে পারেনি। জঙ্গী দের আটকাতে পারেনি। আগে পেট্রোলের দাম কত ছিল আজকে কত ? প্রশ্ন ফিরহাদের।

মেয়র বলেন, বাংলার মানুষ চাইছেন মমতা ব্যানার্জিকে। তিনি ছিলেন আছেন থাকবেন। অনুরাগ ঠাকুর রা তাকে সরাতে পারবে না। আইন শৃঙ্খলা বাংলায় শ্রেষ্ট । উত্তর প্রদেশে আইন শৃঙ্খলা কোথায়। আপনাদের ওখানে বুলডোজার বাবা এসে বাড়ি ফেলে দিচ্ছে মন্তব্য ফিরহাদের।সাংবাদিকদের মেয়র বলেন,সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Bandopadhay) কন্ট্রোল আছে। চাঁদে কন্ট্রোল থাকতে পারে,মমতা বন্দ্যোপাধ্যাযয়ের উপরে নেই।

মেয়র বলেন, পুরুলিয়ায় সাধুদের উপরে আক্রমণ হয়নি। নারী সম্মান সবচে বড়।তাদের তো সংগঠন নেই। তাই এদেরকে নিয়ে শুভেন্দু(Suvendu) খেলছে। যাদবপুর সব সময় তৃণমূলের সাথে থাকবে। বুদ্ধদেববাবুর পর যাদবপুর তৃণমূলের।এই রকম কিছু নেই ।আইনশৃঙ্খলা পুলিশের হাতে আছে। পুলিসের হতে ম্যাজিক নেই। তাহলে মেহুল চসকিকে আনতে পারল না। দাঊদকে আনতে পারল না কেন পাল্টা প্রশ্ন ফিরহাদ হাকিমের।কেন্দ্রকে রাজনৈতিক নিশানা করে মেয়র(Mayor) বলেন,তুঘলকি করবার হচ্ছে। আগে বললো না কেন এখন বলছ দক্ষিণেশ্বর ফ্লাইওভার ভাঙতে বলছে। সেটা কি করে সম্ভব।

Tags :
Firhad HakimFirhad On Illegal Construction
Next Article