For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

যোগী রাজ্য হোলি খেলার নামে মুসলিম দম্পতিকে হেনস্থা

05:04 PM Mar 24, 2024 IST | Sundeep
যোগী রাজ্য হোলি খেলার নামে মুসলিম দম্পতিকে হেনস্থা
Advertisement

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে তথাকথিত হিন্দুত্ববাদীরা কতটা বেপরোয়া, ফের একবার তার প্রমাণ মিলল। হোলি উ‍ৎসব পালনের নামে এক মুসলিম দম্পতিকে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করা হয়েছে। শুধু গায়ে জোর করে পিচকারি দিয়ে রং-ই ছোড়া হয়নি। প্রতিবাদ করায় এক মুসলিম মহিলার গায়ে বালতি ভর্তি রং মেশানো জল ঢেলে দিয়েছে তাণ্ডবকারীরা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। নিন্দার ঝড় উঠতেই নড়েচড়ে বসেছে পুলিশ। মুসলিম দম্পতিকে হেনস্থার মূলপাণ্ডাকে গ্রেফতার করেছে।

Advertisement

লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বিজনোর জেলার ধরমপুর থানা এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হোলি উ‍ৎসব পালনের অছিলায় রং খেলায় মেতে উঠেছে একদল তরুণ ও কিশোর। ওই সময়েই ঘটনাস্থল থেকে মোটরবাইকে চেপে যাচ্ছিলেন একটি মুসলিম পরিবার। গাড়ি চালকের পিছনে বসেছিলেন দুই মহিলা। মোটরবাইক  থামিয়ে আচমকাই জোর করে ওই মুসলিম ভদ্রলোক ও তার পিছনে থাকা এক মহিলার চোখেমুখে জোর করে রং মাখাতে থাকে অকাল হোলিতে মেতে ওঠা তরুণরা। ভদ্রমহিলা আপত্তি জানানোয় তাঁকে হেনস্থা শুরু হয়। এমনকি রং মেশানো জলের বালতি গায়ে ঢেলে দেওয়া হয়। কোনও ক্রমে তাণ্ডবকারীদের হাত থেকে বেঁচে পালিয়ে যায় ওই মুসলিম পরিবার।

Advertisement

সামাজিকমাধ্যমে ওই হেনস্থার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়। ধরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে হেনস্থাকারীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিজনোরের সিনিয়র পুলিশ সুপার নীরজ কুমার জাদাউন। ওই নির্দেশের পরেই ভিডিও ফুটেজ দেখে মুসলিম পরিবারকে হেনস্থার মূলপাণ্ডা অনিরুদ্ধ নামে এক তরুণকে গ্রেফতার করেছে ধরমপুর থানার পুলিশ।  

Advertisement
Tags :
Advertisement