OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

CBI-কে তদন্ত করার সাধারণ অনুমতি প্রত্যাহার করেছে বাংলা সহ দেশের ১০টি রাজ্য

দেশের ১০টি রাজ্য CBI-কে তদন্ত করতে দেওয়ার সাধারণ অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
05:17 PM Dec 20, 2023 IST | Koushik Dey Sarkar
Courtsey - Google

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এজেন্সিরাজ কায়েমের ফসল। বিরোধীদের ঘরে এজেন্সি লেলিয়ে দেওয়ার ফল। যাই বলুন না কেন, এটা অস্বীকার করার উপায় নেই যে মোদি জমানায় দেশের মধ্যে এজেন্সির দাপট বেড়েছে বহুগুণ। এমনকি তাঁদের কার্যকলাপ যে সব সময় আইন মেনেও হচ্ছে না তার বহু নিদর্শন যেমন সামনে এসেছে তেমনি এই বিষয়ে এজেন্সিগুলিকে সতর্কও করে দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। যদিও ছবিটা তাতে বদলায়নি। এই অবস্থায় এদিন অর্থাৎ বুধবার সংসদে(Parliament) প্রশ্নোত্তর পর্বে চাঞ্চল্যকর এক তথ্য পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি একটি প্রশ্নের উত্তরে লিখিত ভাবে জানিয়েছেন, বাংলা(Bengal) সহ দেশের ১০টি রাজ্য CBI-কে তদন্ত করতে দেওয়ার সাধারণ অনুমতি প্রত্যাহার(General Consent Withdrawn) করে নিয়েছে। যার অর্থ আদালতের নির্দেশ ভিন্ন CBI আর ওই সব রাজ্যের কোনও বিষয়ে কোনও হস্তক্ষেপ বা তদন্ত করতে পারবে না সেই রাজ্যের সরকারের বিনা অনুমতিতে।    

সংবিধানে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের হাতে। তাই সেখানকার কোনও ঘটনায় কেন্দ্রের নির্দেশে তদন্ত করতে হলে সেই রাজ্যের অনুমতি নিতে বাধ্য থাকে Central Bureau of Investigation বা CBI। কেননা এই কেন্দ্রীয় এজেন্সি গঠন হয়েছে যে Delhi Special Police Establishment Act, 1946’র মাধ্যমে তারই ৬ নম্বর ধারা অনুসারে এই কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রের নির্দেশে কোনও তদন্তে নামতে চাইলে তাঁকে সংশ্লীষ্ট রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। রাজ্য অনুমতি দিতে তাঁরা সেই বিষয়ে রাজ্যে গিয়ে তদন্ত করতে পারবে নাহলে পারবে না। যদিও আদালত কোনও বিষয়ে তদন্তের নির্দেশ দিলে সেই শর্ত মানার প্রয়োজন থাকে না। রাজ্যগুলির তরফে CBI-কে দেওয়া এই সাধারণ অনুমতিই এখন প্রত্যাহার করে নিয়েছে দেশের ১০টি রাজ্য।

জানা গিয়েছে, এই রাজ্যগুলি হল – পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়া, তামিলনাড়ি, তেলেঙ্গানা ও কেরল। দেশজুড়ে এজেন্সিরাজ কায়েম করে যে দেশের গণতন্ত্রকেই বিপন্ন করে তোলা হচ্ছে সেটা অবশ্য স্বীকার করছে না গেরুয়া শিবির। বরঞ্চ এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে যাতে বিরোধী কন্ঠস্বর সম্পূর্ণ ভাবে স্তব্ধ করে দেওয়া যায় তার জন্য গেরুয়া শিবির চাইছে এমন আইন প্রণয়ন করতে যার মাধ্যমে CBI দেশের যে কোনও রাজ্যের যে কোনও বিষয়ে যখন খুশি তদন্ত করতে পারবে। তার জন্য যেন আর রাজ্যের অনুমতি না নিতে হয়।

Tags :
bengalCBIGeneral Consent WithdrawnParliamentsupreme court
Next Article