OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

জলপাইগুড়িতে ঝড়ে ১১ টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে : নির্বাচন কমিশন

08:09 PM Apr 01, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: মিনি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বুথ, নির্দিষ্ট দিনে ভোট করতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সোমবার নির্বাচন কমিশন বৈঠক করে।রবিবার বিকালে জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে বয়ে যায় মিনি টর্নেডো(Mini Tornedo)। জলপাইগুড়ি জেলায় ১১ টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয় ওই জেলায়। মৃত্যু হয়েছে পাঁচ জনের। আহত বহু মানুষ। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই ছুটে যান ঝড়-বিধ্বস্ত এলাকায়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল নির্বাচন ওই এলাকায়। প্রথম দফায় জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে নির্বাচন। হাতে বেশি দিন বাকি নেই। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়ঙ্কর ঝড়ের ২৪ ঘন্টার মধ্যেই জরুরী ভিত্তিতে বৈঠক সারল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নির্বাচন সম্পন্ন করতে কতটা প্রতিবন্ধকতা হয়ে উঠেছে এই ভয়াবহ ঝড়, তা খতিয়ে দেখা হয়েছে। রাজ্যের অ্যাডিশনাল সিইও(Add.CEO) অরিন্দম নিয়োগী জানান, জলপাইগুড়ি জেলায় ১১ টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে , সারানোর কাজ শুরু হবে। সংশ্লিষ্ট মহলকে ওই বুথ গুলি সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। গরমের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। তাই কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে বিভিন্ন পোলিং স্টেশনে। এছাড়াও গরমের হাত থেকে ভোটারদের রেহাই দিতে শেড করা হচ্ছে। প্রতিটি বুথে থাকবে মেডিক্যাল টিম।কলকাতার CEO দফতরে সাংবাদিক বৈঠকে অ্যাডিশনাল CEO অরিন্দম নিয়োগী আরো বলেন,দ্বিতীয় পর্যায়ে নমিনেশন ৪ জেলায় শুরু হয়েছে।

আলিপুর দুয়ার, দার্জিলিং, কালিমপং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এখনও পর্যন্ত কোথায় কত মনোনয়ন জমা পড়েছে তার হিসাব হলো-----দার্জিলিং: মোট ৫। তৃণমূল ১, ২ অন্যান্য, ২ নির্দল।রায়গঞ্জ: ১টি। অন্যান্য।বালুরঘাট: ১টি। অন্যান্য।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল।মঙ্গলবার পোস্টাল ব্যালট আবেদনের শেষ দিন।(৮৫ বছর এবং প্রতিবন্ধীদের জন্য পোস্টাল ব্যালট)এখনও পর্যন্ত মোট ২৫৪৬ অভিযোগ জমা পড়েছে। (মোবাইল এপ্লিকেশন)। ২১৪৬টি অভিযোগের নিষ্পত্তি, বাতিল ৩৫৯টি। বাকি আছে ৪০টি।এনফোর্সমেন্ট অফ মডেল কোড অফ কন্ডাক্টস অনুযায়ী ১ এপ্রিল পর্যন্ত-----
কোচবিহার: ৩৭,২৭৮
আলিপুরদুয়ার: ৯৪৮০
জলপাইগুড়ি: ১৩৮৪৭
দার্জিলিং: ১০১১২
কালিম্পং: ২৯২৭
উত্তর দিনাজপুর: ১০৪৪৭
দক্ষিণ দিনাজপুর: ১২৯৬৩ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।মোট ৫৭৬৮৭৬ বাহিনী পৌঁছে গেছে।

রাজ্যে মোট : ৫ লক্ষ ৭৬ হাজার ৮৬০ বাহিনী। সোমবার পর্যন্ত অস্ত্র বাজেয়াপ্ত: ৩৫৮৮৩টি।
নাকা বর্ডার আন্তরাজ্য: ৯৩
জেলা নাকা বর্ডার: ৬৩৩
১ এপ্রিল পর্যন্ত মোট ৭২৬টি নাকা চেকিং ।
এনফোর্সমেন্ট টিম ১ এপ্রিল পর্যন্ত:
ফ্লাইং ৯৭০
এসএসটি: ২১৬টি।
১ এপ্রিল পর্যন্ত সিজ হয়েছে:
মোট ১৬০ কোটি ৩৯ লক্ষ টাকা।
নগদ: ৮.২২ কোটি,
মদ ৩৬ কোটি ৯ কোটি,
ড্রাগস: ১৯.০৮ কোটি,
মূল্যবান গহনা: ২৮.১৪ কোটি,
ফ্রিবিয়াস: ২৬.২৩ কোটি,
অন্যান্য: ৪২.৬৪ কোটি।
জানা গেছে, রাজ্যে জেনারেল অবজারভার ৩ এপ্রিল বুধবার আসবেন।

Tags :
11 Poling Station Damage At JalpaiguriElection Comission
Next Article