For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

জুন নয়, জুলাই থেকে শিয়ালদার সব প্ল্যাটফর্মে মিলবে ১২ কামরার লোকাল

জুন নয়, জুলাই মাস থেকে পূর্ব রেলের শিয়ালদা স্টেশনের উত্তর বা মেইন শাখার ২১টি প্ল্যাটফর্ম থেকেই মিলবে ১২ কামরার লোকাল ট্রেন পরিষেবা।
09:28 AM Jun 14, 2024 IST | Koushik Dey Sarkar
জুন নয়  জুলাই থেকে শিয়ালদার সব প্ল্যাটফর্মে মিলবে ১২ কামরার লোকাল
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাবা! হ্যাঁ এমনই অবস্থা শিয়ালদার(Sealdha Station)। পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা স্টেশনের উত্তর বা মেইন শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে যাতে ১২ কামরার লোকাল(12 Coach EMU Rake) ট্রেন দাঁড়াতে পারে তার জন্য ৩ দিন গুচ্ছের ট্রেন বন্ধ রেখে কাজ করা হয়েছিল। বলা হচ্ছিল, সেই কাজ শেষ হলেই নাকি শিয়ালদা থেকে ১২ কামরার ট্রেন চালু হয়ে যাবে। এখন জানা যাচ্ছে, এখনই নয়, জুলাই মাস থেকে মিলবে সেই পরিষেবা। তবে তার জন্য চলতি জুন মাসেই সব কাজ শেষ করে ফেলা হবে। জুলাইয়ের একেবারে শুরু থেকেই শিয়ালদা স্টেশনের ১ থেকে ২১ নম্বর পর্যন্ত প্রতিটি প্ল্যাটফর্মেই ১২ কামরার লোকাল ট্রেন ছাড়ার উপযুক্ত ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ Phase-3 বা অন্তিম দফায় পড়ল। তবে এই পর্বের কাজে আগের কয়েক বারের মতো পরিষেবায় কোনও সমস্যা হবে না বলেই দাবি রেলের আধিকারিকদের। 

Advertisement

পূর্ব রেলের আধিকারিকেরা জানিয়েছেন, শিয়ালদা স্টেশনের ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মকে দমদমের দিকে আরও ৫২ মিটার বাড়ানো হবে। ৫ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ হবে ৫৫ মিটার। প্ল্যাটফর্মগুলি তৈরির কাজের অনেকটাই Phase-1 এই হয়ে গিয়েছিল। এ বার সেখানে চলছে টাইলস পাতার কাজ। এ ছাড়া একটি নতুন কনকোর্স এবং ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সামনে একটি নতুন এন্ট্রি-এগজিট গেটও তৈরি হবে। এর জন্যে ওই জায়গায় থাকা খাবারের স্টল এবং কয়েকটি অফিস অন্যত্র সরানো হবে। Phase-2’র কাজ চলার সময়েই ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক দু’ধরনের কাজ শেষ হয়েছে। অন্তিম দফায় শুধু ৫টি প্ল্যাফর্মের দৈর্ঘ্য অতিরিক্ত ৩টি কামরা ধরানোর মতো করে বাড়িয়ে নেওয়ার কাজ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সেই পর্ব। Phase-3’র কাজে কোনও ধরনের ব্লক নেওয়া হবে না। ফলে যাত্রীদের নতুন করে অসুবিধায় পড়তে হবে না। জুনের মধ্যেই সব কাজ শেষ করে জুলাইয়ের শুরুতেই শিয়ালদহের প্রতিটি প্ল্যাটফর্মকে ১২ কামরার লোকাল ট্রেন চলার উপযুক্ত করে তোলা হবে।

Advertisement

আর এই কাজ শেষ হলে সব থেকে বেশি লাভবান হবেন নিত্যদিন শিয়ালদা দিয়ে যাতায়াত করা যাত্রীরা। শিয়ালদা স্টেশনের ২১টি প্ল্যাটফর্মেই এবার থেকে যেহেতু ১২ কামরার লোকাল ট্রেন দাঁড়াতে পারবে তাই এর ফলে প্রতি ট্রেনে কমবেশি ১ হাজারের বেশি যাত্রীর জায়গা হবে। তবে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে কিনা তা নিয়ে কোনও উচ্চবাচ্য করতে চাননি রেলের আধিকারিকেরা। তবে এটা ঘটনা যে শিয়ালদা থেকে ডানকুনি, বর্ধমান হয়ে কাটোয়া পর্যন্ত লোকাল ট্রেন চালাবার যেমন দীর্ঘদিনের দাবি রয়েছে তেমনি দাবি আছে, শিয়ালদা থেকে মসাগ্রাম হয়ে বাঁকুড়া ও আদ্রা ছুঁয়ে আসানসোল ও পুরুলিয়া পর্যন্ত ট্রেন চালানোর। এই সব দাবি আগামী দিনে কতখানি পূর্ণ হবে তা সময়ই বলে দেবে।

Advertisement
Tags :
Advertisement