OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আফগানিস্তানে তুষারপাতে ১৫ জনের মৃত্যু, আহত ৩০

04:54 PM Mar 02, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে ভারী তুষারপাত। গত তিন দিনে তুষারপাতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। এখনও বেশ কয়েক জনের খোঁজ নেই। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। লাগাতার তুষারপাতে বন্দি হয়ে পড়েছেন কথয়েক লক্ষ মানুষ।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ জানিয়েছে, গত কয়েকদিন ধরে সলং গিরিপথ এবং ঘোর, বাদঘিস, গজনি, হেরাত, বামিয়ান, বালখ, ফারিয়াব প্রদেশে ভারী তুষারপাত চলছে। ওই তুষারপাতের ফলে স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। বরফ জমে অধিকাংশ রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। যানবাহনও চলছে না। দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছে। ফলে চরম দুর্বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদিরের কথায়, ‘অনেক রাস্তা অবরুদ্ধ, যান চলাচল নেই বললেই চলে। প্রবল তুষারপাত হচ্ছে। রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে। ভেড়াগুলো ক্ষুধার্ত। এ অবস্থায় সরকারের উচিত সাহায্য করা।’ চরম দুবস্থার মধ্যে দিন কাটানো সত্বেও প্রশাসনের কাছ থেকে কোনও সাহায্য না মেলায় রাগে ফুঁসছেন বাসিন্দারা।  

ফারিয়াবের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র এসমতুল্লাহ মুরাদি জানিয়েছেন, ‘ভারী তুষারপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। প্রায় ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। অবরুদ্ধ হয়ে পড়া এলাকার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। তুষারপাতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।’

 

Tags :
Afghanistan avalanche
Next Article