For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ভোট ময়দানে ভারতীয় হকি দলের দুই প্রাক্তন অধিনায়ক

06:51 PM Apr 13, 2024 IST | Sundeep
ভোট ময়দানে ভারতীয় হকি দলের দুই প্রাক্তন অধিনায়ক
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: এক সময়ে হকি স্টিক হাতে মাঠে নেমে বিপক্ষ শিবিরের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন দুজনেই। বহু ম্যাচে বিপক্ষকে নাস্তানাবুদ করে দেশকে জিতিয়েছেন। হকি স্টিক হাতে মাঠ কাঁপানো ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক এবার ভোট ময়দানে। বিপক্ষকে টেক্কা দিয়ে দলকে জেতাতে রাত-দিন এক করে দিচ্ছেন দুজনেই। তার মধ্যে একজন হলেন দিলীপ তিরকে। দ্বিতীয় জন প্রবোধ তিরকে।

Advertisement

ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে অনেক দিন আগেই রাজনীতিতে যোগ দিয়েছেন। ওড়িশার শাসকদল বিজু জনতা দলের হয়ে রাজ্যসভাতেও নির্বাচিত হয়েছেন। তবে প্রবোধ তিরকের কয়েক মাস আগেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছে। তিনি স্রোতের বিপরীতে গিয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন। দিলীপ লড়ছেন সুন্দরগড় লোকসভা আসনে। আর প্রবোধ লড়ছেন তালসারা বিধানসভা আসনে।

Advertisement

আদিবাসী অধ্যুষিত ওড়িশার সুন্দরগড় জেলা ভারতীয় হকি দলের আঁতুরঘর হিসাবেই পরিচিত। ভারতীয় হকি দলকে অনেক তারকা খেলোয়াড় উপহার দিয়েছে। ছোট থেকেই সুন্দরগড়ের আদিবাসী শিশুরা হাতে তুলে নেয় হকি স্টিক। সুন্দরগড় লোকসভা আসনে পাঁচবারের সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে নেতা জুরেল ওরামের বিরুদ্ধে বিজু জনতা দলের হয়ে দাঁড়িয়েছেন দিলীপ তিরকে। ২০১৪ সালেও দুজনে ভোটের ময়দানে মুখোমুখি হয়েছিলেন। সেবার অবশ্য ১৮ হাজারের সান্য বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন জুরেল ওরাম। এবার বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়কের কাছে।

অন্যদিকে রাজনীতিতে নবাগত প্রবোধ তিরকে লড়ছেন তালসারা আসন বিজেপির হাত থেকে পুনরুদ্ধারের লক্ষ্যে। সুন্দরগড় লোকসভারই অন্তর্গত তালসারা বিধানসভা আসন। বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। ১৯৭৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২ বার বিধানসভা ভোটের মধ্যে ৯ বারই আসনটিতে জিতেছিল কংগ্রেস। যদিও ২০১৯ সালে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে তালসারা বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন বিজেপির ভবানীশঙ্কর ভুই। এবার বিজেপি প্রার্থীকে হারিয়ে দলকে তালসারা আসন উপহার দেওয়ার বিষয়ে যথেষ্টই আশাবাদী প্রবোধ তিরকে।

Advertisement
Tags :
Advertisement