OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শঙ্কর আঢ্যের কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৭০০ কোটি

শঙ্কর আঢ্যের কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে পুরো ২৭০০ কোটি টাকা। যদিও তা কালো টাকা নয়, বলে দাবি করেছেন শঙ্কর।
03:16 PM Jan 14, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এক আধ কোটি নয়। নয় ২০০ বা ৩০০ কোটি। পুরো ২৭০০ কোটি টাকা(2700 Crore Rupees)। হ্যাঁ এই টাকাই রয়েছে রেশন বন্টন দুর্নীতি(Ration Distribution Scam) কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হাতে গ্রেফতার হওয়া উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম মহকুমা শহর বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের(Shankar Adhya) কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সেই তথ্য সামনে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ি্যয়ে পড়েছে। যদিও শঙ্করের দাবি, তাঁর যা ব্যবসা তাতে এই টাকাটা কিছুই নয়। এই বিপুল পরিমাণ টাকা সাদা বলেই তা ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে যাতে তা চোখে পড়ে। ED’র আধিকারিকেরা এই টাকার সঙ্গে রেশন বন্টন দুর্নীতির কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন। তবে শঙ্করের এক্ষেত্রের সাফাই হল, এই টাকার সঙ্গে কোনও দুর্নীতির যেমন যোগ নেই তেমনি এই টাকা দলের অর্থাৎ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসেরও নয়।

ED’র দাবি, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে তাঁদের হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallik) থেকেই তাঁরা জানতে পেরেছেন যে এই দুর্নীতিতে শঙ্কর জড়িত। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে শঙ্করকে। তদন্তে জানা গেছে, শঙ্করের কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছ ২৭০০ কোটি টাকা। এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ আছে কিনা তাই খুঁজছেন ED’র আধিকারিকেরা। যদিও এদিন অর্থাৎ রবিবার শঙ্কর জানিয়েছেন, ‘এটা ব্যবসার টাকা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’ আদালতের নির্দেশেই এদিন শঙ্করকে B R Singh Hospital-এ নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকেরা তাঁকে Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমাদের ব্যবসায় এমন হয়েই থাকে। বৈদেশিক মুদ্রা সম্পর্কিত ব্যবসায় এমন লেনদেন হয়। আমার দল এই টাকার সম্পর্কে কিছু জানে না।’ তদন্তে নেমে Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানতে পারে Adhya Forex Pvt Ltd’র ডিরেক্টর খাতায় শঙ্করের মা শিবানি আঢ্য ও ভাই মলয় আঢ্যের নাম রয়েছে। তাই ইতিমধ্যেই ওই ২জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা।

Tags :
2700 Crore RupeesAdhya Forex Pvt Ltd.EDJyotipriya Mallik.Ration Distribution ScamShankar Adhya
Next Article