OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তৃণমূলের দিকে পা বাড়িয়ে বিজেপির ২৮জন সাংসদ-বিধায়ক

কুণাল ঘোষ জানিয়ে দিয়েছিলেন, বিজেপির ২১জন বিধায়ক দল বদলের জন্য মুখিয়ে আছেন। এখন জানা যাচ্ছে, সেই ২১জন বিধায়ক ছাড়াও দলে আছেন ৭জন সাংসদও।
09:36 AM Dec 03, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বঙ্গ বিজেপিতে(Bengal BJP) প্রকট হয়ে যাচ্ছে ভাঙনের ছবি। তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই ফুল বদলের পথে পা বাড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির ২৮জন সাংসদ বিধায়ক(MLA and MP's)। যে মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এদের দলে যোগদানের সবুজ সঙ্কেত দেবেন, সেই মুহুর্তেই এদের জন্য দলের দরজা খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) সংবাদমাধ্যমের সামনেই জানিয়ে দিয়েছিলেন, বিজেপির ২১জন বিধায়ক দল বদলের জন্য মুখিয়ে আছেন। এখন জানা যাচ্ছে, সেই ২১জন বিধায়ক ছাড়াও দলে আছেন ৭জন সাংসদও।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যে ২৮জন ফুল বদলের পথে এগিয়ে এসেছেন তাঁদের অনেকেই উত্তরবঙ্গের, আবার অনেকে দক্ষিণবঙ্গের জনপ্রতিনিধি। এরা নিত্যদিন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল কীরকম হয় সেটা দেখেই এরা প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নেবেন। তাঁরা কার্যত নিশ্চিত, ৫ রাজ্যের ভোটের ফল আর যাই হোক, একচেটিয়া ভাবে বিজেপির পক্ষে যাবে না। একই সঙ্গে খাস কলকাতার বুকে শাহি সভা সুপারডুপার ফ্লপ হওয়ার পরে তাঁরা সকলেই বুঝে গিয়েছেন, এ রাজ্যে বিজেপির সম্ভাবনা এখন ক্রমশই অস্তের পথে। ২৪’র লোকসভা ভোট হোক কী ২৬’র বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপি যে আর কিছু ভেলকি দেখাতে পারবে না সেটা তাঁরা বুঝে গিয়েছেন। ঘটনাচক্রে গত ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিশেষ অধিবেশন মঞ্চ থেকে ভালো মানুষদের দলে শামিল করে নেওয়ার সবুজ সঙ্কেত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিজেপির এইসব সাংসদ ও বিধায়কদের কাছে বার্তা যায় তৃণমূলের তরফে, ‘উপযুক্ত সময়ে দরজা খুলে দেওয়া হবে।’

গেরুয়া শিবিরের নিজেদের মূল্যায়ন, বাংলাজুড়ে দলের পায়ের নীচে মাটি সরে গিয়েছে। মতুয়া ভোট, রাজবংশী ভোট, তপশিলী ভোট, আদিবাসী ভোট এখন আর একচেটিয়া ভাবে তাঁদের হাতে নেই। জঙ্গলমহল হোক কী উত্তরবঙ্গ রাজ্যে বিজেপির জন্য আর নিরাপদ আসন বলেও কিছুই নেই। ১০০ দিনের কাজের টাকা আটকে কেন্দ্র সরকার যে ভুল করেছে তার মাশুল বঙ্গ বিজেপিকেই এখন দিতে হবে। মমতার সরকার বাংলার মানুষের কাছে যে সব আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে তার ছিঁটেফোঁটাও দিতে পারেনি কেন্দ্রের নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। আরও বলা ভাল, মোদি সরকার বাংলার মানুষকে দেয়নি। এর ফল ভুগতে হবে বিজেপিকেই। সেটা বুঝেই ওই ২৮জন সাংসদ বিধায়ক পা বাড়িয়েছেন পদ্ম ছেড়ে ঘাসফুল হাতে তুলে নিতে।

Tags :
Bengal BjpGeneral Election 2024Kunal GhoshMamata BanerjeeMLA and MP'sNarendra modiTmc
Next Article