OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

২০২২ সালে দেশে খুনের নিরিখে শীর্ষে যোগী রাজ্য

05:40 PM Dec 04, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আত্মনির্ভর ভারতে খুন-খারাপি জলভাত হয়ে উঠছে। সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) বার্ষিক প্রতিবেদনেই আঁতকে ওঠার মতো পরিসংখ্যান উঠে এসেছে। গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে দেশের বিভিন্ন থানায় মোট ২৮,৫৫২ জনের খুন হওয়ার মামলা নথিবদ্ধ হয়েছ। অর্থা‍ৎ দিনে ৭৮ জন এবং প্রতি ঘন্টায় গড়ে তিন জনের বেশি খুন হয়েছেন।

এনসিআরবি’র প্রতিবেদন অনুযায়ী, আগের দু’বছরের চেয়ে অবশ্য খুনের সংখ্যা হ্রাস পেয়েছে। ২০২০ সালে ২৯,১৯৩ জনের খুনের এফআইআর দায়ের হয়েছিল। ২০২১ সালে ওই সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়িয়েছিল ২৯ হাজার ২৭২ জনে। গত বছর দেশে খুন হওয়ার যতগুলি মামলা রুজু হয়েছে তার মধ্যে ৯,৯৬২টি মামলায় উল্লেখ করা হয়েছিল বিবাদের কথা। খুন হওয়াদের ৯৫.৪ শতাংশই প্রাপ্তবয়স্ক এবং তাদের ৭০ শতাংশ পুরুষ। মোট যতজন খুন হয়েছেন তার মধ্যে ৮,১২৫ জন মহিলা এবং ৯ জন তৃতীয় লিঙ্গের।

এনসিআরবি’র তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি খুনের মামলা রুজু হয়েছে সুশানের গালভরা গল্প শোনানো যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। ওই রাজ্যে ২০২২ সালে খুনের এফআইআর রুজু হয়েছে ৩,৪৯১টি। তার পরেই রয়েছে ‘সুশাসনবাবু’ হিসাবে পরিচিত নীতীশ কুমারের বিহার। ওই রাজ্যে ২।৯৩০টি খুনের মামলা দায়ের হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থান। মহারাষ্ট্রে এক বছরে ২,২৯৫টি, মধ্যপ্রদেশে ১,৯৭৮টি এবং রাজস্থানে ১,৮৩৪টি খুনের মামলা রুজু হয়েছে। দেশের মোট খুনের ৪৩.৯২ শতাংশই ঘটেছে তালিকার শীর্ষে থাকা ৫ রাজ্যে।

Tags :
murder cases registered in IndiaNCRB
Next Article