For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কোচবিহারের শীতলকুচি ও দিনহাটায় সর্বোচ্চ ২৩ রাউন্ড করে গণনা হবে: কমিশন

09:57 PM May 31, 2024 IST | Subrata Roy
কোচবিহারের শীতলকুচি ও দিনহাটায় সর্বোচ্চ ২৩ রাউন্ড করে গণনা হবে  কমিশন
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই শেষ দফার নির্বাচন। কলকাতা সহ ৯'টি লোকসভা কেন্দ্রে সপ্তম দফার নির্বাচন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, ৪ জুন গণনাতে এ রাজ্যের কোচবিহারের শীতলকুচি এবং দিনহাটায় সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে। ২৩ রাউন্ড করে গণনা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী(Arindam Niyogi) আরোও বলেন ,সপ্তম দফার নির্বাচনে শনিবার ভোট। মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে। এখন পর্যন্ত ১১ লক্ষ বেশি অভিযোগ জমা পড়েছে। এখন পর্যন্ত ৬৬৭ টি হেলিকপ্টারের অনুমতি দেওয়া হয়েছে। ৫২১ টি অনুমতি পেয়েছে তৃণমূল বিজেপি এবং কংগ্রেস সহ বিভিন্ন রাজনীতিক দল। নাকা চেকিং(Naka Checking) , ফ্লাইং স্কোয়াড টিম (FST)এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিম এবং কিউ আর টি (QRT)রয়েছে।

Advertisement

আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার হয়েছে । মোট উদ্ধার হয়েছে ৪৪০ কোটি ৩২ লক্ষ টাকা। যার মধ্যে মদ ,মাদক সহ অন্য অন্য দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। হোম ভোটিং মোট পরিমাণ হচ্ছে ৮৫ বছরের ৯২৮২২ জন। যার মধ্যে প্রতিবন্ধী ভোটের ৩৬৩৪২ জন। ভোট গণনা মোট ৪২ টি লোক সভার ৪০৫৩০ টি ভোট কেন্দ্র জন্য ৩৯৪ টি স্ট্রং রুম রয়েছে। ৯৫ টি কাউন্টিং ভেন্যু(Venue) আছে। গণনা কেন্দ্রে পোস্টাল ৪১৮ জন এ আর ও থাকবেন। পোস্টাল ব্যালটের জন্য আলাদা করে এ আর ও থাকবেন। ৩ লক্ষ বেশি পোস্টাল ব্যালটের গণনা হবে আগে। কোচবিহার জেলার শীতলকুচি(Sitalkuchi) এবং দিনহাটায়(Dinhata) সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে। ২৩ রাউন্ড করে গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড হবে ৯ রাউন্ড । ২৫ হাজারের বেশি কর্মী গণনা কাজের সঙ্গে যুক্ত থাকবেন। মোট ভোটার সংখ্যা ৭কোটি ৬০১০০৭ জন। প্রার্থী ৫০৭ জন ছিলেন। মহিলা ৭২ জন ।

Advertisement

কাউন্টিং অবজারভার থাকবেন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ঘটনায় কোনো রকম গন্ডগোল হয়নি বলে জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার রাতে কোলাঘাটে স্ট্রং রুমের সামনে বহিরাগতদের জড়ো হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে কমিশন সূত্রে জানা গেছে এর দক্ষিণ লোকসভা কেন্দ্রে যে চারটি বোলিং বুথকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল গার্ডেনরিচের কেন্দ্রীয় বিদ্যালয় ,ভবানীপুরের সেন্ট জন ডায়োসকেন গার্লস হাই স্কুল, রাসবিহারীতে পোদ্দার নগর হাই স্কুল ও বালিগঞ্জের সেন্ট লরেন্স হাই স্কুল। দক্ষিণ কলকাতায় মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৪২৩।

Advertisement
Tags :
Advertisement