For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দুয়ারে সরকারের প্রথম দিনেই সাড়ে ৪ লক্ষ মানুষের যোগদান

গতকাল থেকে শুরু হয়েছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচী। আর সেই কর্মসূচীর প্রথম দিনেই সাড়ে ৪ লক্ষ মানুষ যোগ দিয়েছেন এই শিবিরে।
09:47 AM Dec 16, 2023 IST | Koushik Dey Sarkar
দুয়ারে সরকারের প্রথম দিনেই সাড়ে ৪ লক্ষ মানুষের যোগদান
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যবাসীর কাছে রাজ্য সরকারের হরেক আর্থসামাজিক প্রকল্পের সুবিধা তুলে দিতে চালু করেন দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচী। তারপর থেকে ৭টি দুয়ারে সরকার কর্মসূচী আয়োজিত হয়েছে রাজ্যে। তাতে লাভবান হয়েছেন ৮ কোটিরও বেশি মানুষ। গতকাল থেকে শুরু হয়েছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচী। আর সেই কর্মসূচীর প্রথম দিনেই সাড়ে ৪ লক্ষ মানুষ যোগ দিয়েছেন এই শিবিরে। বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প সহ ৩৬টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা দিয়েছে মানুষ। গতকাল রাজ্যজুড়ে মোট ৯ হাজার ৯৪টি শিবিরের আয়োজন করা হয়েছিল। আবেদনপত্র পরীক্ষা করে দুই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৪৫১টি শিবিরের মাধ্যমে পরিষেবা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে এই পর্যায়ে রাজ্যজুড়ে মোট ১ লক্ষ ২ হাজার ৮৩টি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার Bhabishyat Credit Card, Student Credit Card এবং Kishan Ctedit Card’র মাধ্যমে ঋণ নিশ্চিত করতে State Level Bankers Committee’র সঙ্গে সাম্প্রতিক কালে একটি বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে বেশ কিছু ব্যাঙ্কের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে ছিলেন রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ, রাজ্যের ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে এবং রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। বৈঠকে দুয়ারে সরকারের মাধ্যমে আরও অন্তত ১ লক্ষ ২০ হাজার Bhabishyat Credit Card’র আবেদন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী ব্যাঙ্কগুলি যাতে আবেদন মঞ্জুর করার ওপর জোর দেয়, বৈঠকে তাও বলা হয়েছে। এখনও পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে থেকে মাত্র ২০ হাজার আবেদনকারী Bhabishyat Credit Card’র মাধ্যমে ৪০০ কোটি টাকার ঋণ পেয়েছেন। সংখ্যাটি দ্রুত বাড়ানোর বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে।     

Advertisement

এবার দুয়ারে সরকারে নতুন করে ১ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়তে পারে Bhabishyat Credit Card’র জন্য। অন্যদিকে অমীমাংসিত রয়েছে আরও লাখ খানেক আবেদন। এই ২ লক্ষাধিক আবেদনের মধ্যে এবার অন্তত লাখ দুয়েক আবেদন মঞ্জুর হবে বলে আশা করা হচ্ছে। সেই সুবাদে অন্তত ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে রাজ্যের ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রে। Student Credit Card’র মাধ্যমে ঋণ প্রদানে যাতে কোনওরকম গাফিলতি না হয়, সেদিকেও ব্যাঙ্ক কর্তাদের নজর দিতে বলা হয়েছে রাজ্যের তরফে। এখনও পর্যন্ত ৬১ হাজার ২০০ জন আবেদনকারী Student Credit Card’র মাধ্যমে উচ্চশিক্ষার জন্য ২ হাজার কোটি টাকার ঋণ পেয়েছেন। তবে ব্যাঙ্কগুলির কাছে এখনও আবেদন পড়ে আছে হাজার বিশেক।

Advertisement
Tags :
Advertisement