OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নাম না করেই প্রধানমন্ত্রীকে 'অহংকারী' বলে কটাক্ষ প্রকাশ রাজের

আপনি একটি আসনে তখনই জিততে পারবেন যখন জনগণ আপনাকে আসন দেবে। কোনো রাজনৈতিক দলই দাবি করতে পারে না যে তারা সব আসনেই এগিয়ে যাচ্ছে। তখন একে অহং বলা হবে।
01:33 PM Mar 18, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন আসন্ন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। এ বারও ৭ দফায় ভোট গোটা দেশে। চলবে ১ জুন পর্যন্ত। সম্প্রতি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণা হয়ে সম্পূর্ণ। জোরকদমে চলছে প্রচার পর্ব। সঙ্গে অপরাধ অপরাধ চলছে রেষারেষি পর্ব, বিরোধী দলকে নিয়ে চলছে রীতিমতো কাদা ছোড়াছুড়ি। শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি। তবে সরকারের শীর্ষাসনে কে বসবে, সেটা সময়ই বলবে! এই মূহুর্তে লোকসভায় ৫৪৩ টি আসন। কিন্তু তার মধ্যে এনডিএ-এর দখলেই থাকবে ৪০০ টি আসব। কারণ নির্বাচনে জয়জয়কার হবে বিজেপির, সেটাই বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

৫ ফেব্রুয়ারি রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চস্বরে বলেছিলেন যে, এবার ভোটে NDA ৪০০ টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। আমাদের তৃতীয় মেয়াদ খুব বেশি দূরে নয়, সর্বাধিক ১০০-১২৫ দিন বাকি। সমগ্র জাতি বলছে 'আবকি বার, ৪০০ পার'। আর তার মধ্যে বিজেপি একাই পাবে ৩৭০টি আসন, এবং এনডিএ ব্লক ৪০০টি আসন পাবে।" এবার প্রধানমন্ত্রীর এহেন আত্মবিশ্বাসে জল ঢেলে দিল বিরোধী দল কংগ্রেস নেতা তথা অভিনেতা প্রকাশ রাজ। নাম না করেই তাঁকে তুলোধনা করলেন অভিনেতা। সঙ্গে প্রধানমন্ত্রী কে ঠুকে তাঁকে অহংকারীও বললেন। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম স্পষ্টভাষী অভিনেতা তিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে একেবারে পিছু হঠেন না অভিনেতা। মুলত তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। খল চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো সাড়া ফেলে দেয় দর্শকমহলে। সম্প্রতি আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে কর্ণাটকের চিক্কামগালুর প্রেসক্লাবে বক্তৃতায় ক্ষমতাসীন দলের নাম না নিয়ে অনেক কথাই বললেন প্রকাশ রাজ। এছাড়াও, নাম না নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কটূক্তি করেছেন তিনি। তাঁর কথায়, 'যারা ৪২০ বা ৪০০ আসন নিয়ে ফিরে আসার কথা বলছে, সেটা যেকোনও দলই হোক না কেন, কংগ্রেস অথবা অন্য কোনো দল, এই কথাটির মধ্যে তাঁদের সম্পূর্ণ অহংকারকে বোঝায়।'

৪০০ টি আসনে এনডিএ-র জয়ের বিষয়ে, প্রকাশ রাজের কটাক্ষ, 'গণতন্ত্রে' কোনও একক দল ৪০০ বা তার বেশি আসন জিততে পারে এমন 'সম্ভাবনা' নেই। 'আপনি একটি আসনে তখনই জিততে পারবেন যখন জনগণ আপনাকে আসন দেবে। কোনো রাজনৈতিক দলই দাবি করতে পারে না যে তারা সব আসনেই এগিয়ে যাচ্ছে। তখন একে অহং বলা হবে।' অন্যদিকে বিজেপিকে নিশানা করেছেন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ স্বরা ভাস্করও। রাহুল গান্ধীর 'ভারত জোড় যাত্রা' এবং 'ন্যায় যাত্রা'র প্রশংসা করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, আমি এমন কোনো রাজনীতিবিদকে চেনেন না যিনি দেশের প্রতিটি কোণায় ঘুরেছেন। আমার মনে এমন কোন রাজনীতিবিদ নেই যিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত হেঁটে জনসাধারণের চিন্তাভাবনা শুনেছেন কারণ এমন অনেক রাজনীতিবিদ আছেন যারা তাদের অনুভূতি আমাদের বলতে থাকেন।' আমাদের দেশে ভগবানের নাম নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়ানো হয়, তা ঘোরতর পাপ। তোমরা আমাদের ঈশ্বরের নামে হত্যা করছ। তাই এর চেয়ে বড় পাপ আর নেই। আমি হিন্দু হয়ে বুঝি। তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ।'

Tags :
PRAKASH RAJ
Next Article