OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শেয়ার থেকে ৪.২ কোটি ডিভিডেন্ড তুলে নিল ৫ মাসের খুদে

05:56 PM Apr 19, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : সোনার চামচ বললে কম বলা হবে। এ যেন হীরের চামচ মুখে নিয়ে জন্মেছে। মাত্র পাঁচ মাস বয়সে ২৪০ কোটি টাকার শেয়ার পেয়েছিল। এবার শেয়ারে ডিভিডেন্ড বাবদ ৪.২ কোটি টাকা ঘরে তুলল ইনফোসিসের প্রতিষ্ঠতা সদস্য নারায়ণমূর্তির নাতি একাগ্র রোহন মূর্তি। 

২০২৩ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করে নারায়ণমূর্তির নাতি একাগ্র রোহন মূর্তি। একাগ্র রোহন নারায়ণমূর্তি ও সুধামূর্তির তৃতীয় নাতি। গত মাসে নারায়ণমূর্তির এই নাতি ১৫ লক্ষ শেয়ার পেয়েছিল যার বাজার মূল্য ২৪০ কোটি টাকা। সম্প্রতি চতুর্থ কোয়ার্টারের লভ্যাংশের ৩০ শতাংশ বেড়ে যায়। ফলে গত বছরের তুলনায় লভ্যাংশের পরিমাণ ৬১২৮ কোটি টাকা থেকে বেড়ে হয়ে যায় ৭৯৬৯ কোটি টাকা। চলতি বছরের মার্চের শেষে নেট প্রফিট ( মোট লাভ) ৮,৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬২৩৩ কোটি টাকা। পাশাপাশি সংস্থার বার্ষিক আয়ের পরিমাণও ৪.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৬৭০ কোটি টাকা। সংস্থার এই বিপুল লাভের ফলে সুবিধা পেয়েছেন শেয়ার হোল্ডাররাও। ইনফোসিস বোর্ডের তরফে শেয়ার পিছু ২০ টাকা ডিভিডেন্ট দেওয়ার পাশাপাশি স্পেশাল ডিভিডেন্ট দেওয়ার কথাও বলা হয়েছে। স্পেশাল ডিভিডেন্ট হিসাবে শেয়ার পিছু ৮ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এই নয়া প্রস্তাব মতোই নারায়ণমূর্তির পাঁচ মাসের নাতিও পেতে চলেছে শেয়ারের ডিভিডেন্ট বাবদ ৪.২ কোটি টাকা।

জানা যাচ্ছে, পরবর্তী অর্থবর্ষে ইনফোসিসের আরও বেশি টাকা লাভ হতে চলেছে। রাজস্ব আদায়ের পরিমাণ আরও ১,৩ শতাংশ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞমহলের মতে, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষের দিকে ইনফোসিসে রাজস্ব বৃদ্ধি আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে এর সুবিধা শেয়ার হোল্ডাররাও পাবেন। জানা যাচ্ছে, ৪৫০ মিলিয়ান ইউরো দিয়ে জার্মান সংস্থা ইন টেককে কিনে নিতে চলেছে ইনফোসিস।

Tags :
InfosysInfosys ShareNarayan MurtyNarayanmurti Grandson
Next Article