For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত ৫১ হাজার ২০০ বছরের পুরনো চিত্রকর্ম

05:24 PM Jul 04, 2024 IST | Reshmi Khatun
ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত ৫১ হাজার ২০০ বছরের পুরনো চিত্রকর্ম
courtesy google
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি গুহায় আনুমানিক ৫১ হাজার ২০০ বছরের পুরোনো একটি চিত্রকর্ম পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছে, এটি বিশ্বের প্রাচীনতম চিত্রকর্ম। পূর্ব ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের লেয়াং কারাম্পুয়াং গুহায় পাওয়া গেছে এই রহস্যময়ী নিদর্শনটি। গ্রিফিথ ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির গবেষকরা জানিয়েছেন, এটি আগের শিল্পকর্মটির চেয়ে ৬ হাজারের বেশি বছরের পুরোনো।

Advertisement

আগেকার ঐতিহাসিক চিত্রকর্মটিতেও বাস্তব আকৃতির একটি বন্য শূকর দেখা গিয়েছিল। অনুমান করা হয়েছিল, অন্তত ৪৫ হাজার ৫০০ বছর আগে লিয়াং টেডংগে নামক একটি গুহায় আঁকা হয়েছিল এই চিত্রকর্ম। তবে সম্প্রতি পাওয়া এই চিত্রক্রমটিতে পাথরের উপর লাল রঙের বড় আকারের একটি শূকর জাতীয় প্রাণী। যদিও চিত্রকর্মটি পুরোপুরি পরিস্কার নেই। এটি আবছা হয়ে গিয়েছে। এতে দেখানো হয়েছে, তিন ব্যক্তি একটি বড় শূকরকে ঘিরে রয়েছে। অনুমান করা যায়, হয়তো ঘিরে শিকার ধরার কৌশল বোঝানো হয়েছে।

Advertisement

তবে এই নিয়ে গ্রিফিথ ইউনিভার্সিটির পুরাতত্ত্ববিদ অ্যাডাম ব্রুম জানিয়েছেন, এই চিত্রকর্মে কী বোঝানো হয়েছে তা নিশ্চিতভাবে জানেন না। আবার, অধ্যাপক অবার্টের অনুমান, প্রায় ৬৫ হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছানোর আগে দক্ষিণ–পূর্ব এশিয়া থেকে কিছু মানুষ যাত্রা শুরু করেছিলেন। প্রথম দলের তাঁদেরই মধ্যে কেউ এই চিত্রকর্ম এঁকেছে হতে পারে।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের নৃতত্ত্ববিদ ক্রিস স্ট্রিঞ্জার জানিয়েছেন, ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত চিত্রের বয়স নিয়ে আগ্রহ তো রয়েছে কেননা, এটি ইউরোপসহ অন্যান্য স্থানে পাওয়া চিত্রকর্মের চেয়ে অনেক বেশি পুরোনো।

Advertisement
Tags :
Advertisement