OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বাংলাদেশে ভোট পরবর্তী হিংসায় নিহত ৭, আহত ৪৫০

05:51 PM Jan 21, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন মিটে গেলেও অশান্তি কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। গোটা দেশে গত ৮ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মোট ৩৪৫টি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন ৭ জন। আহত হয়েছেন ৪৫০ জন। নিহত এবং আহতদের অধিকাংশই শাসকদল আওয়ামী লীগের বিরোধী শিবিরের। যদিও ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলতে চাননি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছেন, গত ১৫ নভেম্বর সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দুই মাসে নির্বাচনী সংহিসতায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ২০০ জনের বেশি। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পথে হেঁটেছিল বিএনপি-সহ দেশের প্রধান বিরোধী দলগুলি। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা ছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনা তেমন ঘটবে না। কিন্তু বাস্তবে তা হয়নি। মূলত আওয়ামী লীগের সঙ্গে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানো বিক্ষুব্ধ আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকদের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষ থেকে সংখ্যালঘুরাও রেহাই পায়নি।

এইচআরএসএসের রিপোর্ট অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের পরে ঝালকাঠি, মাদারীপুর-সহ দেশের ৩৯টি জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। ১৫ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ৬০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন। ৩০০টির বেশি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাটের মতো ঘটনা ঘটেছে। ভোট না দেওয়ার অপরাধে একাধিক বাড়িতে হামলা চালানো হয়েছে।

Tags :
Post poll violencepost-poll violence in Bangladesh
Next Article