For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

একই ছাদের তলায় শাড়ির বিপুল সম্ভার

এছাড়াও মিলবে সুলভ মূল্যে লেডিস ব্যাগও । আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই বিপুল সম্ভারের শুভ সূচনা করেন।
08:14 PM Mar 08, 2024 IST | Sushmitaa
একই ছাদের তলায় শাড়ির বিপুল সম্ভার
Advertisement

নিজস্ব প্রতিনিধি: নাগেরবাজার -শ্যামনগর এর বুকে একই ছাতার তলায় রিটেল ও হোল সেল স্টোর এর শুভ উদ্বোধন হয়ে গেল আজ। আইটেম এক্স নামক সু সজ্জিত এই স্টোরে পাওয়া যাবে বাচ্চা থেকে শুরু করে মহিলা ও পুরুষদের নানান পোশাকের বিপুল সম্ভার। নানান ব্রান্ডের সুলভ মূল্যের নানান পোশাক সত্যিই নজর করবে আট থেকে আশি সবারই। এছাড়াও মিলবে সুলভ মূল্যে লেডিস ব্যাগও । আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই বিপুল সম্ভারের শুভ সূচনা করেন।

Advertisement

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এই স্টোরের কর্ণধার প্রমোদ সাউ, স্থানীয় কাউন্সিলর সত্যব্রত সাতরা, অঞ্জনা রক্ষিত সহ আরও অনেকে। তাহলে আর দেরি কিসের সুলভ মূল্যে বিপুল পোশাকের সম্ভারে আজই আসুন নিজের মনের মতো কেনা কাটা করতে।প্রমোদ জি আমাদের জানালেন এই এলাকাতে তার দীর্ঘদিনের ইচ্ছা ছিলো যে এখানে একটা ভালো কাপড়ের শোরুম করবেন,সেই জন্য এটার উদ্বোধন করলেন,প্রথম দিনেই উপচে পড়া ভীর চোখে পড়লো,কেনাকাটার সাথে চললো আড্ডা ও প্রত্যেক আসা খারিদ্দার দের জন্য মিষ্টিমুখ, সোনু জির দাবি এই খানে এতো সস্তায় আর ভাসলো পোশাক অন্য কোথাও পাওয়া যাবে না,আর কয়েকদিন থাকছে কেনাকাটার অপর লাকি ড্র!

Advertisement

Advertisement
Tags :
Advertisement