For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মমতার হাত ধরেই রাজ্যের Joint Entrance Exam-এ রেকর্ড সংখ্যক ছাত্রী

এবার রাজ্যের Joint Entrance Exam-এ গতবারের তুলনায় ১০ হাজারেরও বেশি ছাত্রী নাম নথিভুক্ত করিয়েছে। এর কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
12:39 PM Feb 08, 2024 IST | Koushik Dey Sarkar
মমতার হাত ধরেই রাজ্যের joint entrance exam এ রেকর্ড সংখ্যক ছাত্রী
Courtesy - Google and Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: নীঃশব্দ বিপ্লবের(Silent Revolution) আরও এক নজির। ১ মাস আগেই সামনে এসেছিল রাজ্যের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে এবার উল্লেখ্যযোগ্য ভাবে বেড়েছে মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্রীদের সংখ্যা। এমনকি ওই জেলা থেকে এবারে মেয়েদের মধ্যে যারা মাধ্যমিক দিচ্ছে তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার মেয়ে এমন সব পরিবার থেকে উঠে এসেছে সেখানে সেই সব মেয়েরা পরিবারের প্রথম মেয়ে হিসাবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর এই নিঃশব্দ বিপ্লব সম্ভব হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জন্য। কেননা তিনি কন্যাশ্রী প্রকল্প(Kanyasree Project) এবং Student Credit Card চালু করে বাংলার মেয়েদের মধ্যে শিক্ষার খিদেকে বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। এবার সেই সাফল্যের ভিত্তিতেই দেখা যাচ্ছে এবার রাজ্যের Joint Entrance Exam-এ গতবারের তুলনায় ১০ হাজারেরও বেশি ছাত্রী নাম নথিভুক্ত করিয়েছে যা এ রাজ্যের Joint Entrance Exam Board’র ইতিহাসে নজির। 

Advertisement

এ বছর West Bengal Joint Entrance Exam 2024 পরীক্ষা হবে ২৮ এপ্রিল। আর এ জন্য অনলানে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে বোর্ড। আর সেখানেই দেখা যাচ্ছে গত বছর Joint Entrance পরীক্ষায় ৩২,৯৪৫ ছাত্রী আবেদন করেছিল। আর এ বছর ছাত্রীদের আবেদন জমা পড়েছে ৪৩,১২১। যা গতবারের তুলনায় ১০,১৭৬ বেশি। ২০২৩ সালে Joint Entrance পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। আর ২০২৪ সালে সেই আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪২,৬৯২। মোট আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৭,৭৭৩। ২০২৩ সালে ছাত্রদের আবেদনের সংখ্যা ছিল ৯১,৯৭৪। আর ২০২৪ সালে সেই আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,৫৭১। গতবারের তুলনায় ছাত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭,৫৯৭। অর্থাৎ এক্ষেত্রেও ছাত্রদের গোল দিচ্ছে ছাত্রীরা। এর নেপথ্যে যে কন্যাশ্রীর পাশাপাশি Student Credit Card বড় ভূমিকা নিয়েছে সেটা স্বীকার করছেন Joint Entrance Exam Board’র কর্তারাও।

Advertisement

এই প্রসঙ্গে রাজ্যের Joint Entrance Exam Board’র সভাপতি মলয়েন্দু সাহা জানিয়েছেন, ‘এ বার পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সব থেকে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে ছাত্রীদের সংখ্যা যা সর্বকালীন রেকর্ড। Student Credit Card ও কন্যাশ্রী প্রকল্পের প্রভাব দেখা যাচ্ছে এ বার ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতেও। পাশাপাশি ছাত্রীদের ফর্ম ফিল আপের যে টাকা কমানো হয়েছে তারও ফল পাওয়া গিয়েছে আবেদনের ক্ষেত্রে।’ আর এই কৃতিত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল রবিবার হবে এই বছরের Joint Entrance Exam। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম অর্ধের পরীক্ষা গ্রহণ করা হবে। বিষয় থাকবে গণিত। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় অর্ধে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা গ্রহণ করা হবে। তবে মাধ্যমিকের মতোই এই পরীক্ষার ক্ষেত্রেও সময় এগিয়ে আসতে পারে বলে সূত্রে জানা গিয়েছে।

Advertisement
Tags :
Advertisement