OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বাংলায় ২৪’র ভোটে খরচে নজরদারি চালাতে ৭৮জনের টিম

লোকসভা নির্বাচনে বাংলার বুকে আর্থিক কান্ডকারখানার ওপর নজরদারি চালাতে আয়কর দফতর ৭৮জনের একটা টিম বানিয়ে ফেললো।
01:24 PM Feb 25, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: ঠিক কবে লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষণা হবে তা নিয়ে নানা মহলে বিভ্রান্ত থাকলেও, সেই ভোটের প্রস্তুতি যে পুরোদমে চলছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবার সেই ভোটে বাংলার বুকে আর্থিক কান্ডকারখানার ওপর নজরদারি চালাতে আয়কর দফতর(Income Tax Department) ৭৮জনের একটা টিম(Team of 78 Personals) বানিয়ে ফেললো। এনারা মূলত লোকসভা কেন্দ্র ধরে ধরে সেই নজরদারি চালাবেন। আয়কর দফতরের কলকাতা সার্কেলের আওতায় পশ্চিমবঙ্গ(West Bengal) ও সিকিমের জন্য ৮০ জনের একটি টিম তৈরি করা হয়েছে। এর মধ্যে ৭৮ জনকে রাখা হয়েছে শুধু বাংলার জন্য লোকসভা ভোটের খরচে নজরদারি চালানোর ক্ষেত্রে। যে মুহূর্ত থেকে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে, সেই সময় থেকে এই টিম সারা রাজ্যে ভোটের খরচের ওপর নজরদারি চালানো শুরু করবে। এ রাজ্যের সঙ্গেই গোটা দেশে এই নেটওয়ার্ক তৈরি করেছে Central Board of Direct Taxes।

দেশের বুকে প্রতিটি নির্বাচনে বিভিন রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোটারদের প্রভাবিত করতে দেদার টাকা ওড়ানোর। অভিযোগ ওঠে টাকার বিনিময়ে বা কোনও পছন্দসই জিনিসের বিনিময়ে কিংবা মদের বিনিময়ে ভোট কেনার। সেই সব ঘটনার মধ্যে সিংহভাগ ক্ষেত্রেই অভিযোগের সত্যতা মেলে না। খুব কম ক্ষেত্রেই তা প্রমাণিত হয়। কেননা কেউই প্রমাণ রেখে কিছু কাজ করতে চায় না। তবুপ আয়কর দফতর এবং জাতীয় নির্বাচন কমিশন চাইছে দেশের বুকে ঘটনা যে কোনও নির্বাচন যেন আর্থিক কেলেঙ্কারি মুক্ত হয়। আর তাই ভোটের খরচের ওপর নজরদারি চালাতে আয়কর দফতরকেই এগিয়ে দিয়েছে কমিশন। উনিশের ভোটে বাংলার বুকে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছিল তৃণমূল। যদিও সেই সব অভিযোগের সারবত্তা মেলেনি। আবার বিজেপিও একুশের ভোটে তৃণমূলের বিরুদ্ধে এই একই অভিযোগ তুলেছিল। কিন্তু এখনও সেই সব অভিযোগের কোনও সত্যতা মেলেনি। এবারে অবশ্য আয়কর দফতর কড়া নজরদারি চালাতে ৭৮জনের টিমকে বাংলার মাঠে নামিয়ে দিচ্ছে।

Tags :
Central Board of Direct TaxesGeneral Election 2024Income Tax Department.Team of 78 Personalswest bengal
Next Article