For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অতিরিক্ত বিড়াল প্রেমে নিজের জীবন খোয়ালেন টালিগঞ্জের মহিলা

অতিরিক্ত বিড়াল প্রেম দেখাতে গিয়ে নিজের জীবনটাই খুইয়ে বসেছেন কলকাতার টালিগঞ্জের এক মহিলা। একদম ৮ তলা থেকে প্রপাত ধরণীতল। সঙ্গে সঙ্গেই মৃত্যু।
02:13 PM Nov 27, 2023 IST | Koushik Dey Sarkar
অতিরিক্ত বিড়াল প্রেমে নিজের জীবন খোয়ালেন টালিগঞ্জের মহিলা
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পশুপ্রেম(Love for Animals) ভাল, কিন্তু অতিরিক্ত পশুপ্রেম মানুষেরই বিপদ ডেকে আনে। বার বার বিশেষজ্ঞরা এই কথা বলছেন। কিন্তু সেই সাবধানবানী কানে তুলছেন কে? আর না তোলার মাশুল গুণছেন সেই সব পশুপ্রেমীরাই। এই আজকেই মানে সোমবার সকালেই যেমন অতিরিক্ত বিড়াল(Cat) প্রেম দেখাতে গিয়ে নিজের জীবনটাই খুইয়ে বসেছেন কলকাতার(Kolkata) টালিগঞ্জের(Tollygunge) এক মহিলা। একদম ৮ তলা থেকে প্রপাত ধরণীতল। সঙ্গে সঙ্গেই মৃত্যু। এদিন ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের লেক অ্যাভিনিউ(Lake Avenue) এলাকার একটি আবাসনে। মৃত মহিলার নাম অঞ্জনা দাস(৩৫)। বিয়ে হলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ মামলা চলছিল। স্বামী থাকেন বিদেশে।

Advertisement

জানা গিয়েছে, লেক অ্যাভিনিউর ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন অঞ্জনা। মাস দেড়েক ধরে একটি বিড়াল পুষেছিলেন তিনি। সোমবার সকাল থেকেই অঞ্জনা তাঁর বিড়ালটিকে খুঁজে বেড়াচ্ছিলেন। প্রতিবেশীদের জিজ্ঞাসাও করছিলেন। অনেকবার ডেকে পোষ্যের সাড়া না পেয়ে দুশ্চিন্তা করছিলেন তিনি। হঠাৎই বিড়ালটিকে আবাসনের কার্নিসে বসে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করার পরও বিড়ালটি ফিরে না আসায় শেষে নিজেই তাকে উদ্ধার করতে যান। ওই বহুতলের অন্য আবাসিকেরা জানিয়েছেন, বিপজ্জনক ভাবেই বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন ওই মহিলা। আটতলার কার্নিসে বসেছিল বিড়ালটি। সেটিকে উদ্ধার করার জন্য প্রথমে ছাদে যান অঞ্জনা সেখান থেকেই সম্ভবত কার্নিসে নামার চেষ্টা করছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারান। আটতলা থেকে পড়ে যান নীচে।      

Advertisement

ঘটনার পর অঞ্জনাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার। প্রতিবেশীরা জানাচ্ছেন, কয়েকটি পোষ্য ছিল অঞ্জনা দাসের। তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। পোষ্যদের যত্নআত্তি করেই সময় কাটত তাঁর। যে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হল, সেই বিড়ালটিকে আনা হয়েছিল মাত্র দেড় মাস আগে। তার প্রতি অঞ্জনার দুর্বলতাই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। সব থেকে বড় কথা এই ধরনের ঘটনায় দমকলে খবর দিলে তাঁরা পোষ্যদের উদ্ধার করে দেন। কিন্তু অঞ্জনা সেই পথেও পা বাড়াননি। নিজে বিড়ালকে উদ্ধার করতে গিয়ে এদিন বেঘোরে নিজের জীবন খুইয়ে বসলেন।

Advertisement
Tags :
Advertisement