OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রবি সকালেই কলকাতার রাস্তায় বাইকে ধাক্কা গাড়ির, মৃত ১

কলকাতার রেড রোডে বাইক দুর্ঘটনায় মৃত যুবক। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তাতেই দুমড়েমুচড়ে যায় বাইকটি।
09:39 AM Nov 26, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনেই সাতসকালে পথ দুর্ঘটনা(Road Accident) খাস কলকাতায়(Kolkata)। এদিন অর্থাৎ রবিবার সকালে ফোর্ট উইলিয়ামের(Fort William) কাছে রেড রোডে একটি বাইককে ধাক্কা দেয় চার চাকার একটি গাড়ি। বাইকে মোট তিনজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তাতেই দুমড়েমুচড়ে যায় বাইকটি। যদিও শুরুতে ঘাতক চার চাকার গাড়িটিকে ধরতে পারা যায়নি। শেষে ট্র্যাফিক পুলিশদের(Traffic Police) তৎপরাতেই গাড়ির চালককে ধরা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী কর্তব্যরত এক ট্র্যাফিক পুলিশ জানিয়েছেন, ‘আচমকা একটা আওয়াজ শুনে ছুটে আসি। ছুটে এসে দেখি একটা বাইখ ভেঙেচুরে পড়ে আছে। পাশে তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশ দিয়ে একটা চারচাকা বেরিয়ে গেল। যতদূর সম্ভব ওই ধাক্কা মেরেছে। কারণ ওর সামনে পিছনে আর গাড়ি ছিল না। আমরা দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই। একজজনের নাম জানা গিয়েছে। বাকি দুই জনের নাম এখনও জানা যায়নি। ২টো মোবাইল উদ্ধার হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে থাকা ৩ যুবকের কারোর মাথাতেই কোনও হেলমেট ছিল না। যে যুবক মারা গিয়েছে তার নাম ফায়জান আনসারি। বয়স ১৯ বছর। সেই বাইক চালাচ্ছিল। দুর্ঘটনার পরে ৩জনকেই পুলিশ দ্রুত উদ্ধার করে SSKM Hospital-এ নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা ফায়জানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২জন ওই হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের অবস্থা বেশ গুরুতর।

Tags :
Fort WilliamKolkataRoad AccidentSSKM Hospital.Traffic Police
Next Article