OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মারাত্মক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় ভোজপুরি শিল্পী আঁচল, ছোটু-সহ ৯ জন

জাতীয় সড়কের শাশারাম থেকে বারাণসী প্রসারিত দেবকালী গ্রামে তাঁদের মাহিন্দ্রা স্করপিও এসইউভি দ্রুত গতিতে থাকায় একটি স্থানীয় বাইকারের সঙ্গে আচমকা সংঘর্ষে তাঁদের যাত্রা বানচাল হয়ে যায়।
11:09 AM Feb 27, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল ভোজপুরি ইন্ডাস্ট্রি তে। বিহারের কাইমুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়ক ছোটু পান্ডেও। শুধু তাঁরাই নয়, সড়ক দুর্ঘটনায় মোট নয়জন মারা গিয়েছেন। যার মধ্যে রয়েছেন ভোজপুরি সিনেমার আরও চার উঠতি তারকা। পুলিশি তথ্য অনুযায়ী, বিহারের কাইমুর জেলায় একটি ট্রাক, এসইউভি এবং মোটরসাইকেলের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে ভোজপুরি গায়ক ছোটু পান্ডে-সহ নয়জন নিহত হয়েছেন।

তাঁদের মধ্যে ভোজপুরি অভিনেত্রী সিমরন শ্রীবাস্তবও ছিলেন, সড়ক দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন। একটি প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে। সেই থানার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে ভোজপুরি গায়ক বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডেও ছিলেন। অন্য মৃতরা হলেন আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবাল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডে। ছোটু পান্ডে, বক্সার জেলার বাসিন্দা, ছিলেন। ঘটনার দিন তিনি তাঁর অর্কেস্ট্রা সংস্থার সদস্যদের সঙ্গে, একটি নির্ধারিত শোয়ের জন্য উত্তর প্রদেশে যাচ্ছিলেন৷ জাতীয় সড়কের শাশারাম থেকে বারাণসী প্রসারিত দেবকালী গ্রামে তাঁদের মাহিন্দ্রা স্করপিও এসইউভি দ্রুত গতিতে থাকায় একটি স্থানীয় বাইকারের সঙ্গে আচমকা সংঘর্ষে তাঁদের যাত্রা বানচাল হয়ে যায়। নিহত ব্যক্তিদের মধ্যে দেবকালির স্থানীয় বাসিন্দা দধিবল সিংও ছিলেন, যিনি গ্রামে সাইকেল চালাচ্ছিলেন।এই মারাত্মক দুর্ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা বিহারকে। দুর্ঘটনার খবর ক্ষতিগ্রস্তদের সম্প্রদায় এবং ভোজপুরি সঙ্গীত শিল্পের মাধ্যমে শোকের তরঙ্গ ফেলেছে।

এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা ভোজপুরি ইন্ডাস্ট্রি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি তাঁর এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে নিয়ে লিখেছেন, ''কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় NH 2-এ দেবকালীর কাছে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুতে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'' তবে ঘটনাটি শিল্পী এবং সঙ্গীতশিল্পীদের নিরাপত্তা সম্পর্কে রীতিমতো প্রশ্ন তুলেছে। যারা প্রায়শই সারা দেশে পারফরম্যান্সের জন্য ভ্রমণ করেন। তবে ভোজপুরি সঙ্গীত মহলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছোটু পান্ডের হারানো শূন্যতা তৈরি করেছে যা পূরণ করা কঠিন।

Tags :
anchal pandey chhotu pandey
Next Article