OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন’, নিশীথকে হারাবার ডাক অভিষেকের

নিশীথ প্রামাণিক জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়াও। সব বন্ধ হয়ে যাবে - দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
04:36 PM Apr 16, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে মানুষ যে ভুল করেছিলেন, সেই ভুলের মাশুল আজ তাঁদেরই গুণতে হচ্ছে। সেই মাশুল যাতে আগামী আরও চড়া দরে গুণতে না হয় তার জন্য এদিন অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) কোচবিহারে(Coachbehar) ২৪’র ভোটে(Loksabha Election 2024) বিজেপি(BJP) তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিককে(Nishith Pramanik) হারাবার ডাক দিলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে একটি সভা করেন। সেই সভা থেকেই তিনি বিজেপি ও নিশীথকে হারানোর ডাক দেন। বলেন, ‘পাঁচ বছরে যাঁকে দেখা যায়নি সে অমিত শাহের ডেপুটি হয়ে বসে আছে। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল থাকলে অধিকার পাবেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কোচবিহারে তৃণমূল প্রার্থী জিতেছিল। ততদিন পর্যন্ত সাধারণ মানুষের কোনও সমস্যা হয়নি। ১৯ সালে যেই নিশীথ প্রামাণিক জিতল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ হয়ে গেল। তাই আপনারাও আগামী ১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন!’

এদিন অভিষেক নিশীথ ও বিজেপিকে নিশানা করে বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত বাংলার মানুষ তাঁর অধিকার থেকে বঞ্চিত হয়নি। কিন্তু তারপর যেই বিজেপি জিতল, বাংলার টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কোচবিহারে তৃণমূল প্রার্থী জিতেছিল। ততদিন পর্যন্ত সাধারণ মানুষের কোনও সমস্যা হয়নি। কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলেও বাংলার মানুষের টাকা বন্ধ করতে পারেনি। কারণ জেলায় তৃণমূলের হাত শক্ত ছিল। কিন্তু এরপর থেকেই বঞ্চনা শুরু হল। ১৯ সালে যেই নিশীথ প্রামাণিক জিতল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ হয়ে গেল। বিজেপি শুধু বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। বাংলা বিরোধীদের তাই শিক্ষা দিতে হবে। শেষ ৫ বছর কোচবিহারের জনগণকে ঠকিয়েছে বিজেপি। দরকারের সময়ে তাদের কাউকে পাওয়া যায়নি। এখন ভোটের আগে গ্যারেন্টির কথা বলছে। বুধবার প্রচারের সময় শেষ হয়ে গেলেই এলাকায় এলাকায় টাকা বিলি করতে পারে বিজেপি। ৫০০ দিতে এলে বলবেন ১,০০০ চাই, ১,০০০ দিতে এলে বলবেন ২,০০০ চাই। ওটা আপনার টাকা, নিয়ে নেবেন। বলবেন, বিজেপিকে ভোট দেব। কিন্তু গিয়ে ভোটটা দিয়ে আসবেন জোড়াফুলে।’

গত শুক্রবার জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী বলেছিলেন, যাঁরা চৈত্র নবরাত্রির সময় আমিষ খান, তাঁদের মানসিকতা মুঘলদের মতো। সেই বিতর্কিত মন্তব্য ঘিরে কোচবিহারে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রিনি এদিন বলেন, ‘বিজেপি যে বাংলা এবং বাঙালি বিরোধী তার আরও একটা প্রমাণ মিলল। বলছে মাছ খেলে সে দেশদ্রোহী, আগে একবার মাছ খেতাম, ওই কথা শুনে এখন দু’বার খাই। নিশীথ প্রামাণিক এখানে জিতলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়াও। সব বন্ধ হয়ে যাবে। বিজেপির গ্যারান্টি এটাই যে, ৪০০ টাকার গ্যাস আজ ১,০০০ টাকা। বিজেপি ক্ষমতায় এলে এই ১,০০০ টাকার গ্যাস ২,০০০ টাকা হবে। আর বিরোধী জোট ইন্ডিয়া ক্ষমতায় এলে গ্যাসের দাম ৪৫০ টাকা হবে। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল থাকলে অধিকার পাবেন।’

Tags :
Abhishek BanerjeeBJPCoachbeharLoksabha Election 2024Nishith Pramaniknorth bengalTmc
Next Article