For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

গণনা কেন্দ্রে মাটি কামড়ে থাকুন, নেতা-কর্মীদের নির্দেশ অভিষেকের

11:33 PM Jun 02, 2024 IST | Sundeep
গণনা কেন্দ্রে মাটি কামড়ে থাকুন  নেতা কর্মীদের নির্দেশ অভিষেকের
Advertisement

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোট শেষ না হতে হতেই শনিবার সন্ধ্যায় গদি মিডিয়ার তরফে বুথফেরত সমীক্ষার আয়োজন করা হয়েছিল। ওই বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, বাংলায় জমি হারাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সবচেয়ে বড় দল হয়ে উঠে আসছে বিজেপি। ওই বুথফেরত সমীক্ষার পরেই খানিকটা মুষড়ে পড়েছেন তৃণমূলের নিচুতলার নেতা-কর্মীরা। যদিও বুথফেরত সমীক্ষাকে ‘বিজেপির হয়ে প্রোপাগাণ্ডা’ বলে আখ্যা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

Advertisement

এদিন বিকেলে রাজ্যের ৪১টি কেন্দ্রের তৃণমূলের প্রার্থীদের পাশাপাশি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে ডায়মন্ড হারবারের সাংসদ ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত লোকসভা এবং বিধানসভা ভোটের নির্বাচনের সময় কীভাবে বুথফেরত সমীক্ষায় তৃণমূলের আসন নিয়ে অসত্য পূর্বাভাস দেওয়া হয়েছিল তা উল্লেখ করেন। আত্মবিশ্বাসের সঙ্গে অভিষেক বলেন, ‘বুথফেরত সমীক্ষা ফের একবার মিথ্যা বলে প্রমাণিত হবে। প্রথম ছয় দফাতেই তৃণমূল ২৩টির বেশি আসন জিতেছে। ফলে বুথফেরত সমীক্ষায় কান দেওয়ার প্রয়োজন নেই।’ একই সঙ্গে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং এজেন্ট যাতে কেন্দ্র না ছাড়ে তা নিশ্চিত করার জন্য প্রার্থী এবং জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। এ ক্ষেত্রে বিধানসভা ভোটে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাও স্মরণ করিয়ে দিয়েছেন। কাউন্টিং এজেন্টদের বিজেপি-সিপিআইএম ও কংগ্রেসের পাতা ফাঁদে পা না দিতেও সতর্ক করে দিয়েছেন অভিষেক।   

Advertisement

আগামী ৪ জুন মঙ্গলবার গণনার দিন যাতে তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা দাঁতে-দাঁত চেপে লড়াই করেন, বাড়তি মনোবল নিয়ে গণনা কেন্দ্রে যান তার জন্য বিশেষ উদ্যোগও নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান সেনাপতি। দলের কাউন্টিং এজেন্টদের মনোবল বাড়াতে বিশেষ  পুরস্কারও ঘোষণা করেছেন অভিষেক। তিনি  জানিয়েছেন, ‘যাঁরা গণনাকেন্দ্রে লড়াই করে দলকে জয় এনে দেবেন, ভোটের পরে তাঁদের দলের তরফে কলকাতায় সংবর্ধিত করা হবে।’

Advertisement
Tags :
Advertisement