For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘রাজনীতি পরে করুন, উদ্ধারকার্যে প্রশাসনের মদত করুন’ বার্তা অভিষেকের

কলকাতার গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় বিরোধীরা সরব হতে তাঁদের পাল্টা বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
03:07 PM Mar 18, 2024 IST | Koushik Dey Sarkar
‘রাজনীতি পরে করুন  উদ্ধারকার্যে প্রশাসনের মদত করুন’ বার্তা অভিষেকের
Courtesy - Twitter and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) গার্ডেনরিচ(Gardenreach) এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে(Building Collapse) পড়ার ঘটনায় এবার বিরোধীদের বিঁধলেন রাজ্যের শাসক দলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন অর্থাৎ সোমবার তাঁর সভা রয়েছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। সেই সভার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য এদিন অভিষেক কলকাতা বিমানবন্দরে আসেন। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গার্ডেনরিচ কাণ্ডে বিরোধীদের বার্তা দেন। বলেন, ‘যারা বিরোধীরা আঙুল তুলছেন আমি বলব ৪৮ ঘন্টা পরে তুলুন। মানুষের পাশে এসে দাঁড়ান। সবার ওপরে মানুষ ধর্ম। দিল্লি থেকে বসে ট্যুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে, উদ্ধারকার্যে প্রশাসনের মদত করুন। তারপর মানুষ প্রাণে বাঁচলে রাজনীতি হবে।’ উল্লেখ্য, কলকাতার গার্ডেনরিচে নির্মীয়মান ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই ৬জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক। 

Advertisement

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘পরে রাজনীতি করার অনেক সময় পাওয়া যাবে। আপাতত যাঁরা আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারে নজর দিতে হবে সকলকে। যে সব বিরোধী নেতা এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের বলব, রাজনীতি পরে করুন। এই মুহূর্তে আটকে পড়াদের কী ভাবে উদ্ধার করা হবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এই ঘটনাটা নিয়ে এখন রাজনীতি করা ঠিক হবে না। এ রকম যাতে আর না ঘটে, সেটাই দেখতে হবে আমাদের। প্রতিটি প্রতিষ্ঠানকেই তা নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা রুখতে পুরসভা, প্রশাসন এবং আদালতের মধ্যে সমন্বয় থাকা জরুরি। দিল্লি থেকে বসে বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধারকার্যে প্রশাসনের পাশে দাঁড়ানো উচিত। মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছেছেন, যা নির্দেশিকা দেওয়ার তা দিয়েছেন। যে ঘটনা ওখানে ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী দল যারা অভিযোগ তোলা শুরু করেছে আমি তাঁদের অনুরোধ করবো রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন উদ্ধার কাজে দলমত নির্বিশেষ, যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি, মানুষের প্রানের থেকে গুরুত্বপূর্ণ এই সমাজে আর কিছু নয়।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement