OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তৃণমূলকে জেতালে মিলবে আবাসের বাড়ি, সিতাইয়ে প্রতিশ্রুতি অভিষেকের

08:35 PM Apr 13, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, সিতাই: লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে জেতালে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মিলবে আবাস যোজনার বাড়ি। শনিবার সিতাইয়ে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার হয়ে প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোচবিহারের বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট। গত লোকসভা ভোটে তিন আসনেই জয়ী হয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা। এবারের ভোটে তিন আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনতে কোমর কষে নেমেছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ঘাঁটি গেড়ে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়েছেন। প্রতিটি সভাতেই ভিড় উপচে পড়েছিল।

এদিন সিতাইয়ে কোচবিহারের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার হয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার সভায় তিনি বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মনরেগা-সহ আবাস যোজনার টাকা আটকে রেখেছে। গরিব মানুষদের বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে না। তবে আপনাদের একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আবাসের জন্য আর কারও অপেক্ষা করতে হবে। আসন্ন নির্বাচনে কোচবিহারে জগদীশচন্দ্র বসুনিয়াকে জেতালে ডিসেম্বরের মধ্যেই আপনাদের হাতে আবাসের টাকা পৌঁছে যাবে।’

আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি কোচবিহারের বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককেও একহাত নিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘যিনি এখানকার সাংসদ তিনি কোনওদিনও আমজনতার কথা ভাবেননি। তাঁদের জন্য কিছু করেননি। দিনহাটা,সিতাই, শীতলকুচি না এসে, তিনি দেশের নানা স্থানে ঘুরে বেড়িয়েছেন। আর দিল্লিতে আবাসে মার্বেলের পর মার্বেল লাগিয়েছে। ইভিএমে এমন শিক্ষা দিতে হবে যাতে দিল্লির সেই আবাসের মার্বেল খসে পড়ে। শীতলকুচিতে এই নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় বাহিনী ২০২১ সালে গুলি করে মেরেছে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর চোখ রাঙানি চলছে।’

Tags :
abhishek-banerjee Meeting At Sitaiabhishek-banerjee-promisesLok Sabha Election 2024:
Next Article