For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার উন্নয়নের লক্ষ্যমাত্রা অভিষেকের

গত ১০ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ করেছি, আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়ে গেলাম - মহেশতলায় দাবি অভিষেকের।
06:51 PM May 30, 2024 IST | Koushik Dey Sarkar
আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার উন্নয়নের লক্ষ্যমাত্রা অভিষেকের
Courtesy - Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ‘বিসর্জন করতে হবে। খুঁটিপুজো বলব না। খুঁটিপুজো ব্রিগেডে হয়েছিল। উদ্বোধনটা মহেশতলায় করে দিয়ে গেলাম। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী... দশমীর দিন চিচিং ফাঁক, খেলা শেষ।’ এভাবেই নিজ সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের(Daimond Harbour Constituency) মধ্যে থাকা মহেশতলা(Maheshtala) থেকে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রচার শেষ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। একই সঙ্গে এদিন তিনি দাবি করেন যে, বিজেপি আর ক্ষমতায় আসবে না। লোকসভা ভোটের শেষলগ্নের ভোট প্রচারে নেমে এদিন ফের একবার বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গেই গেরুয়া শিবিরকে নিশানা বানিয়েছেন অভিষেক। সেই সঙ্গে তিনি মহেশতলাবাসীকে বার্তা দিয়ে বলেন, ‘আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি, আবদার জানাতে এসেছি। মহেশতলা আমার পরিবার। নিজেরে বাবা মায়ের কাছে কেউ ভোট চায় না। আপনারা কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার পরিবারের অংশ। আমরা সঙ্গে আপনাদের নাড়ির টান, আত্মিক সম্পর্ক।’  

Advertisement

এর পাশাপাশি এদিন অভিষেক বলেন, ‘আমি দাবি রাখতে এসেছি। আগামীদিনে আমি ৪ লাখ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। ১-২-৩ এর মধ্যে যেন মহেশতলা থাকে, এটা আপনার সবাই সুনিশ্চিত করবেন।’ নিজের আগামীদিনের কাজের পরিকল্পনার একটি ইঙ্গিতও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে। অভিষেক বলেন, ‘ডায়মন্ড হারবার মডেল আগামীদিনে দেশকে পথ দেখাবে। কারণ উন্নয়নের নিরিখে আমরা ১ নম্বর। যদি গত ১০ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ করেছি, আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা এই সভা থেকে ঘোষণা করে দিয়ে গেলাম।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘এই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ৪২ বছর ধরে সিপিএমের সাংসদ ছিলেন। ৪২ বছরের কাজের রিপোর্ট আপনারা আনুন। আমি গত ১০ বছরের রিপোর্ট কার্ড আনব। বিজেপির প্রার্থীকে বল গত ১০ বছর মোদি ক্ষমতায়। আপনি ১০ বছরের রিপোর্ট কার্ড আনুন। আমি ১০ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ড আনব। যদি ল্যাজে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement