OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

৩ রাজ্যে হারের পরে কংগ্রেসকে ভুল শোধরানোর বার্তা অভিষেকের

কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতার বিমানবন্দর থেকেই কংগ্রেসকে নিজেদের ভুল শুধরে নেওয়ার বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি।
12:52 PM Dec 04, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান হল। দেশের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের(INC) হার নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি, মানে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ২৪ ঘন্টা আগেই সামনে এসেছে দেশের ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই ৪টি রাজ্য হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা। সেই ৪টি রাজ্যের মধ্যে একমাত্র তেলেঙ্গানাতেই জয়ের মুখ দেখেছে কংগ্রেস। বাকি ৩ রাজ্যেই তাঁরা হেরেছে বিজেপির(BJP) কাছে। নিজেদের হাতে থাকা ছত্তিশগড় ও রাজস্থান, কোনওটাই ধরে রাখতে পারেনি দেশে বিজেপি বিরোধিতায় তৈরি হওয়া জোট INDIA’র বড় শরিক কংগ্রেস। সেই হেতু প্রতীক্ষা ছিল, কৌতুহল ছিল, কংগ্রেসকে কী বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সেই বার্তা অভিষেক দিলেন কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতার বিমানবন্দরে।

কী বললেন অভিষেক? এদিন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ জানিয়েছেন, ‘যাঁরা জয়ী, তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে। প্রথম দিন থেকে বলছি, যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া হোক। সেটা করলেই হয়ত এই বিপর্যয় হতো না। কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হতো না। আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ২০১৯এ ভালো ফল হয়নি। কোথাও কী ভুলত্রুটি ছিল, তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি, জিতেওছি। ভবিষ্যৎ আমি বা আমরা ঠিক করব না। মানুষই ঠিক করবে। তিন রাজ্যের জয় চব্বিশে হ্যাটট্রিকের কিনা সেটাও মানুষই বলবে। এর আগে যখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস জিতেছিল, তখন বিজেপি বলেছিল, এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না। তো তাদের যুক্তি অনুযায়ী এখন আমরাও বলব, তিন রাজ্যে জয়ের প্রভাব চব্বিশের নির্বাচনে পড়বে কি না, তা মানুষই বলবে। সময় কম, সকলে হাতে হাত মিলিয়ে আগামী নির্বাচনে লড়তে হবে।’

Tags :
Abhishek BanerjeeBJPINCindiaTmc
Next Article