For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘INDOMITABLE SPIRIT AND POWER OF THE PEOPLE OF WEST BENGAL’, ট্যুইট অভিষেকের

অভিষেক এদিন ট্যুইট করে পদ্ম শিবিরকে বুঝিয়ে দিয়েছেন সন্মিলত বাঙালির বিরুদ্ধেই তাঁদের এবার ২৪’র ভোটে বাংলার মাটিতে লড়তে হবে।
04:35 PM Mar 03, 2024 IST | Koushik Dey Sarkar
‘indomitable spirit and power of the people of west bengal’  ট্যুইট অভিষেকের
Courtesy - Twitter
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পবন সিং(Pawan Singh) কাণ্ডে ট্যুইট(Tweet) করলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। মাত্র ১ লাইনের সেই ট্যুইট কার্যত বাংলার ‘জনগর্জন’। লিখলেন ‘The INDOMITABLE SPIRIT AND POWER OF THE PEOPLE OF WEST BENGAL.’ অভিষেক কার্যত বুঝিয়ে দিলেন শনি সন্ধ্যায় বিজেপির(BJP) তরফে ২৪’র ভোটের জন্য আসানসোল লোকসভা কেন্দ্রে পবন সিংয়ের নাম ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়া জুড়ে যে বাংলা ও বাঙালির পবন বিরোধী যুদ্ধ শুরু হয়েছিল তার ভয়েই এদিন নিজে পিছু হটলেন পবন। জানালেন, আসানসোলে বিজেপির প্রার্থী হচ্ছেন না তিনি। এদিন পবন নিজের ট্যুইট করে জানিয়েছেন ব্যক্তিগত কারণেই তিনি প্রার্থী হচ্ছেন না আসানসোল থেকে। বাংলার মন্ত্রী তথা আসানসোল থেকে দুবার জেতা বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও গায়ক বাবুল সুপ্রিয় এদিন নতুন করে ট্যুইট করেছেন পবনের ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পরে। তাঁর প্রশ্ন, এটা হতে পারে না, বিজেপি পবনকে কিছু না জানিয়ে তাঁর সন্মতি না নিয়েই তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছিল। কী এমন ঘটল যে পিছু হটে গেল!

Advertisement

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, পবনকে আসানসোল থেকে বিজেপির প্রার্থী হিসাবে তুলে ধরা মাত্র তৃণমূল, বাংলা পক্ষ সহ বামপন্থীরা এবং হাজার হাজার বাঙালি যেভাবে সোশ্যাল মিডিয়ায় পবন বিরোধী যুদ্ধ শুরু করেছিল তাতেই হৃদকম্প শুরু হয়ে যায় বিজেপির। খোদ বঙ্গ বিজেপির অনেকেই সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ফোন করে পবনের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার আর্জি জানায়। পবনকে ঘিরে যে বঙ্গ বিজেপির অন্দরে ও বিজেপি সমর্থক বাঙালি পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ জেগেছে সেটা বুঝেই পবনকে দিয়েই ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করিয়েছে পদ্মশিবির, এমনটাই অনেকে মনে করছেন। অভিষেক সেই জায়গায় এদিন ট্যুইট করে পদ্ম শিবিরকে বুঝিয়ে দিয়েছেন সন্মিলত বাঙালির বিরুদ্ধেই তাঁদের এবার ২৪’র ভোটে বাংলার মাটিতে লড়তে হবে। আর তার রেজাল্ট হবে এই পবনের মতোই। লেজ তুলে দৌড়। পবনের পিছু হঠা শুধু তৃণমূলের জয় নয়, এই ঘটনা বাংলা ও বাঙালির জয়। বাংলা ও বাঙালি বিদ্বেষীদের পরাজয়। বিজেপিকে ২৪’র ভোটে এই পরাজয়ের মুখেই দাঁড়াতে হবে বাংলার মাটিতে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement