For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অন্ধ তৃণমূল বিরোধিতায় ডুবলেন অধীর, শূন্যই থেকে গেল বাম

অধীর অটুট থেকেছেন মমতা ও তৃণমূল বিরোধিতায়। আর তার মাশুল গুণতে হল তাঁকেই। বাংলা থেকে শূন্যই থেকে গেল বামেরা।
04:55 PM Jun 04, 2024 IST | Koushik Dey Sarkar
অন্ধ তৃণমূল বিরোধিতায় ডুবলেন অধীর  শূন্যই থেকে গেল বাম
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বাম জমানা থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) ছিলেন অন্ধ মমতা বিরোধী। রাজ্যে পরিবর্তনের পরেও সেই মমতা বিরোধিতার পথ থেকে সরে আসেননি তিনি। বিজেপির(BJP) জমানাতেও সেই ছবিতে বদল আসেনি। অধীর অটুট থেকেছেন মমতা ও তৃণমূল(TMC) বিরোধিতায়। আর তার মাশুল গুণতে হল তাঁকেই। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পরাস্ত হলেন ৫ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জিতলেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। অধীরের সঙ্গে সঙ্গে ডুবেছেন বামেরাও(Left)। বাংলা(Bengal)থেকে এবারেও তাঁদের ঝুলি শূন্যই থেকে গেল।

Advertisement

উনিশের ভোটে বাংলা থেকে কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বামেরা ছিল শূন্য। এবারে সেই জায়গায় দেখা গেল বামেদের ঝুলি খালিই থেকে যাচ্ছে। আর টিম টিম করে জ্বলছে কংগ্রেসের প্রদীপ। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি গতবারও তাঁরা পেয়েছিল, এবারেও তাঁরাই ধরে রাখলেন। এ রাজ্যে সেই হিসাবে বাম-কংগ্রেস জোটের প্রাপ্তি মাত্র ১টি আসন। যদিও বেশ কিছু আসনে তাঁরা বিজেপি বিরোধী ভোটে থাবা বসিয়ে তৃণমূলের যাত্রাভঙ্গ করেছে। আর ঠিক ২ বছর বাদে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই নির্বাচনে কংগ্রেসের শক্তি কমে যাওয়া আর বামেদের ঝুলি শূন্য থাকা দুই দলকেই কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিল।  

Advertisement

Advertisement
Tags :
Advertisement