For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ভেন্টিলেশনে ৪০ দিন পার, এখন কেমন আছেন অভিনেতা পার্থসারথি দেব?

আজ ৪০ দিন ধরে তিনি ভেন্টিলেশনে। অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধুর কথায়, তিনি COPD-র সমস্যায় ভুগছেন। এমনকী তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে তাঁর। ফলে এখনও খানিকটা অসুস্থ অভিনেতা।
03:50 PM Mar 19, 2024 IST | Sushmitaa
ভেন্টিলেশনে ৪০ দিন পার  এখন কেমন আছেন অভিনেতা পার্থসারথি দেব
Advertisement

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক বিপর্যয়। পরিচালক প্রভাত রায়, বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের পর এবার হাসপাতালে ভর্তি টলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। দিন দুয়েক আগেই তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। নব্বই দশকের বাংলা ছবিতে চুটিয়ে কাজ করেছেন তিনি। কখনও দুষ্টু চরিত্রে, কখনও পজিটিভ চরিত্রে তাঁর অভিনয়ে বরাবরই মুগ্ধ হয়েছেন বঙ্গবাসী। তাই তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তরা। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। সূত্রের খবর, বিগত একমাস ধরে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এখন কেমন আছেন তিনি? আজ ৪০ দিন ধরে তিনি ভেন্টিলেশনে। অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধুর কথায়, তিনি COPD-র সমস্যায় ভুগছেন। এমনকী তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে তাঁর। ফলে এখনও খানিকটা অসুস্থ অভিনেতা।

Advertisement

অভিনেতার বন্ধু বাপি দাস বলেছেন, এখন আগের থেকে খানিকটা ভালো আছেন পার্থ সারথী দেব। তবে এখনও ভেন্টিলেশনে আছেন তিনি। বাপি দাস টলিউড ইন্ডাস্ট্রির একজন বিশিষ্ট অভিনেতা। বন্ধুর অসুস্থতা প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, ‘পার্থদার সঙ্গে আমার সম্পর্ক অভিনয় সূত্রে। তাঁর সঙ্গে বিভিন্ন ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছি। বয়সের পার্থক্য থাকলেও এখন সম্পর্কটা বন্ধুর মতো হয়ে গিয়েছে। কিন্তু তা আর বলতে অসুস্থতায় খুব টেনশনে কিছু আছি। পাশেই শ্যুটিং চলছে বলে মাঝে মধ্যেই তাঁকে দেখতে আসতে পারছি। কিন্তু তাঁর পরিবার থেকে তেমন কেউ দেখতে আসেনি। শুধু বৌদি আর ভাইঝি। তাই এখন তাঁর দ্রুত আরোগ্য কামনা করা ছাড়া আর কোনও উপায় নেই।'

Advertisement

এর আগে ২০২১ সালে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। এরপরই থেকে একাই থাকেন অভিনেতা। এছাড়াও বড়পর্দার পাশাপাশি কয়েকটি সিরিয়ালও করেছেন তিনি। কিন্তু অসুস্থ হওয়ার পর সিরিয়াল ঠিক দূরত্ব বজায় রাখেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর একাধিক ছবি। কিন্তু তিনি সেগুলির ডাবিং-এর কাজ সম্পন্ন করতে না পারায় সেগুলির মুক্ত আপাতত স্থগিত রয়েছে। ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে পাওয়ারফুল অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়াও গতবছর মুক্তিপ্রাপ্ত ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’-তেও তাঁর অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও পার্থ জনপ্রিয় বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। যেমন, 'চুনি পান্না', 'জয়ী' প্রমুখ।'

Advertisement
Tags :
Advertisement