For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ভোট মিটলেই দুয়ারে সরকার, ঘোষণা মমতার, নজরে রেশন কার্ড

দুয়ারে সরকার প্রকল্পের জন্য বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পরেই আবারও দুয়ারে সরকার কর্মসূচী হবে।
04:51 PM Apr 19, 2024 IST | Koushik Dey Sarkar
ভোট মিটলেই দুয়ারে সরকার  ঘোষণা মমতার  নজরে রেশন কার্ড
Courtesy - Google and Facebook.
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কোভিড আবহে একুশের বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে রাজ্যে প্রথমবারের জন্য দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচী চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপর থেকে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮টি দুয়ারে সরকার কর্মসূচী হয়েছে যেখানে সারা রাজ্যে মোট ৬ লক্ষ ৬৮ হাজার ৫৬৩টি শিবির আয়োজন করা হয়েছে মানুষের কাছ থেকে তাঁদের চাহিদা অনুসারে আবেদন গ্রহণের জন্য। এখনও পর্যন্ত এই ৮টি কর্মসূচীতে মোট ১১ কোটিরও বেশি মানুষ যোগ দিয়েছেন। কার্যত বাংলার বুকে রাজ্য সরকারের আয়োজিত এই কর্মসূচী এখন দেশের সব থেকে বড় এবং জনপ্রিয় সরকারি কর্মসূচী হিসাবে চিহ্নিত হয়েছে। রাজ্য সরকারের চালু করা নানান ধরনের আর্থসামাজিক প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য বাংলার কয়েক কোটি মানুষ দুয়ারে সরকার কর্মসূচীর জন্য অপেক্ষা করেন। কেননা সেখানেই সেই সব প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন নেওয়া হয়। এবার সেই দুয়ারে সরকার প্রকল্পের জন্যই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এদিন অর্থাৎ ১৯ এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে সর্ববৃহৎ সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের(Murshidabad) বুকে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রচার শুরু করে দিলেন। সেই সূত্রেই তিনি এদিন হরিহরপাড়ায় একটি নির্বাচনী জনসভায় যোগ দেন। সেই সভাতেই তিনি সংখ্যালঘু সমাজকে কেন্দ্র সরকারের CAA, NRC, UCC নিয়ে ভয় পেতে নিষেধ করেন। পরিবর্তে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটানোর ডাক দেন। তিনি বলেন, ‘দেশকে যদি বাঁচাতে চান তাহলে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হাটান। বিজেপিকে না হঠালে বিজেপি আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। শুনে রাখুন আমি কথা দিয়ে যাচ্ছি, আমি জীবিত থাকতে বাংলায় NRC করতে দেব না, সিভিল কোড চালু করতে দেব না। বাংলায় NRC হবে না, ক্যা হবে না। দরকার হলে না খেয়ে থাকব, কিন্তু বাংলায় ক্যা, NRC, সিভিল কোড চালু করতে দেব না। যাদের রেশন কার্ড(Ration Card) নেই তাঁরা একদম ভয় পাবেন না। আপনার কাজই আপনার নাগরিকত্বের প্রমাণ। ভোটের পরেই আমি দুয়ারে সরকার করে দেব আর একটা। যাদের রেশন কার্ড নেই তাঁরা সেখানে গিয়ে আবেদন জানাবেন। যা আছে তাই দিয়েই আবেদন করবেন।’

Advertisement

এর পাশাপাশি তিনি জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ‘যারা বাইরে কাজ করেন, তাঁদের জন্য বলছি। আমরা একটা পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছি। সেখানে আপনারা নাম তুলুন যারা এখনও তোলেননি। এতে আপনাদের সুবিধা হবে। বাইরে গিয়ে কেউ বিপদে পড়লে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে সাহায্য করতে পারবো। কেউ বিপদে পরলেই, আমরা তাঁদেরকে নিয়ে এসে এখানে চিকিৎসার সুযোগ করে দেব। পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। CAA, NRC-তে নাম ঢুকিয়ে দেবে। এভাবেই ওরা অসমে ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেয় না। আমি গ্যারান্টি দিচ্ছি। ৫০ দিনের কাজ করতে পারবেন। কেউ চাইলে ৬০ দিনও করতে পারেন। মোদি কী গ্যারান্টি দিচ্ছে? অভিন্ন সিভিল কোর্ট করবে বিজেপি। ওটা চালু হলে আপনার আলাদা বলে কোনও ধর্মীয় রীতি থাকবে না। এই যে হিন্দুদের বিয়ে হয় সন্ধেতে, মুসলিমদের দিনের বেলায় কিংবা আদিবাসীরা কি রকম দোলায় চেপে বিয়ে করতে যায়- এই সব রীতি ওরা তুলে দিতে চাইছে। মোদি যদি আবার ক্ষমতায় আসে দেশে গণতন্ত্র, স্বাধীনতা বলে কিছু থাকবে না। তাই দেশকে বাঁচাতে মোদিকে, বিজেপিকে হাটাতে হবে।’

Advertisement
Tags :
Advertisement