For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘ঝুট বোলে কৌয়া কাটে’, মোদিকে নিশানা মমতার

প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। এতদিন মনে ছিল না। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার হারবে - মমতার নিশানায় মোদি।
02:54 PM Dec 11, 2023 IST | Koushik Dey Sarkar
‘ঝুট বোলে কৌয়া কাটে’  মোদিকে নিশানা মমতার
Courtesy - Google and Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগে বলেছিলেন, ‘হয় টাকা ছাড়ো, না হয় গদি ছাড়ো। হয় টাকা দিন, না হয় বিদায় নিন।’ এদিন বললেন, ‘ঝুট বোলে কৌয়া কাটে। কাকে কাটবে কিন্তু। নিশ্চিন্তে থাকুন।’ লক্ষ্য সেই দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর যিনি এই আক্রমণ শানিয়েছেন তিনি বাংলার অগ্নিকন্যা তথা তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার দুপুরে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) বানারহাটে(Banarhat) সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি ফের নিশানা বানালেন মোদিকে। একই সঙ্গে ডুয়ার্সের জনতাকে সতর্ক করে দিলেন আগামী দিনে তাঁরা যেন আর বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির কথায় ভুলে ভসেসে না যান। সেই সঙ্গে তাঁর সরকার উত্তরবঙ্গের উন্নয়নের পাশপাশি জলপাইগুড়ি জেলার জন্য কী কী কাজ করেছেন, তার খতিয়ানও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে জলপাইগুড়ির প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সভা থেকে রেশন নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘এখন আবার বলছে বিনামূল্যে রেশন দেবে। আমরা বিনামূল্যে রেশন দেব বলেছিলাম, দিয়েছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ভোট সামনে এসেছে, সেই কারণে প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। এতদিন মনে ছিল না। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল, সেটা কী আপনাদের দিয়েছিল? ভোটের আগে বলছে ৫ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কিছু বন্ধ করিনি।’

Advertisement

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মোদিকে নিশানা বানিয়ে বলেন, ‘কেন্দ্র সরকার জিএসটি বাবদ রাজ্য থেকে টাকা তুলছে, কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বে আমরা কিন্তু কোনও প্রকল্প বন্ধ করে দিইনি। বিজেপি যদি ক্ষমতায় থাকে, মানুষের থেকে সব কেড়ে নেবে। সেই কারণে এই মাসেই দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি। বাংলা কখনও মাথা নীচু করতে জানে না। বাংলা কখনও পিছিয়ে আসে না। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করব। আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের দিদি সবসময় আপনাদের পাশে রয়েছে।’

Advertisement
Tags :
Advertisement