For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে ছাঁটাই করল এআইএফএফ

08:10 PM Jun 17, 2024 IST | Sundeep
ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে ছাঁটাই করল এআইএফএফ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে বরখাস্ত করল সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। আজ সোমবার (১৭ জুন) এআইএফএফের তরফে এক প্রেস বিবৃতিতে লিস্টন কোলাসোদের হেড স্যারকে বরখাস্তের ঘোষণা করা হয়েছে। যদিও ভারতীয় দলের কোচের চাকরি যাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি স্তিমাচ।

Advertisement

স্টিফেন কনস্ট্যানটাইন সরে দাঁড়ানোর পরে ১৯৯৮ সালে ফিফা বিশ্বকাপে ব্রোঞ্জ পদকজয়ী ইগর স্তিমাচকে ২০১৯ সালের ১৫ মে’তে ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। বিশ্বকাপ খেলা ফুটবলারকে প্রধান কোচ হিসাবে নিয়োগের পরে ভাল ফলের আশা করেছিলেন এআইএফএফের কর্তারা। ক্রোয়েশিয়া কোচের অধীনে ভারতীয় ব্লু ব্রিগেড দুই বার সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং ত্রিদেশীয় কাপের শিরোপাও জয় করেছিল। যদিও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি ব্লু ব্রিগেড। সহজ গ্রুপ পেয়েও  আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ড্র এবং ঘরের মাঠে হারের পরেই স্তিমাচের উপরে আস্থা হারিয়ে ফেলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তারা।

Advertisement

ভাল ফলের জন্য বরাবরই দীর্ঘদিনের শিবির করার দাবিও জানিয়েছিলেন ক্রোয়েশীয় কোচ। সেই আবদারও মেনে নিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। স্তিমাচের ভাগ্য নির্ধারণে এদিন ভার্চুয়াল বৈঠকে বসেছিল এআইএফএফের উচ্চ পর্যায়ের কমিটি। উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনএ হ্যারিস, কার্যকরী সমিতির সদস্য মেনলা এথেনপা, কার্যকরী সমিতি এবং কম্পিটিশন্স কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ, এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রমুখ। ওই বৈঠকেই ভারতীয় জাতীয় দলের প্রধান কোচকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে ক্রোয়েশীয় কোচকে ছাঁটাই করার কথা জানানো হয়।

Advertisement
Tags :
Advertisement