For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আর্থিক সংকটের সম্মুখীন পঞ্জাবী গায়িকা গ্লোরি বাওয়া, ২৫ লাখ টাকা পাঠালেন অক্ষয়

আমার কাছে এর অর্থ কী তা বোঝানোর ভাষা নেই। অক্ষয় কুমার আমাকে কিছু প্রকাশ করতে না করেছিলেন। বর্তমানে নিজের ভাই বোনকে দেখে না, সেখানে অক্ষয় কুমার এগিয়ে এসে আমাকে সাহায্য করছেন।
07:28 PM Jul 06, 2024 IST | Susmita
আর্থিক সংকটের সম্মুখীন পঞ্জাবী গায়িকা গ্লোরি বাওয়া  ২৫ লাখ টাকা পাঠালেন অক্ষয়
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আবারও নিজের উদার মনের পরিচয় দিলেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার। বর্তমানে তাঁর ছবির হাল খুব একটা ভাল না থাকলেও মাঝে মধ্যেই নিজের উদারতার পরিচয় দেন অভিনেতা। পরপর ছবি ফ্লপের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। তবে এতে একেবারেই দুঃখিত নন অভিনেতা, বরং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর জন্যে। তাঁর উদার মনোভাবের একটি উদাহরণ হল, অভিনেতা প্রায়শই অভাবীদের সাহায্য করেন। হ্যাঁ, সম্প্রতি এই কারণেই আবারও সংবাদের শিরোনামে এলেন অক্ষয় কুমার। পাঞ্জাবি গায়িকা গ্লোরি বাওয়াকে আর্থিক সাহায্য করে আবারও সবার মন জয় করে নিলেন অভিনেতা। ২৫ লাখ টাকা দিয়ে সাহায্য করলেন খিলাড়ি কুমার।

Advertisement

উল্লেখ্য, বিখ্যাত পঞ্জাবি লোক গায়ক এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার কন্যা গ্লোরি বাওয়া গতকাল আর্থিক সংকটের মুখোমুখি হওয়ার কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় এসে। এমনকী তাঁকে সরকারের কাছে সাহায্য চাইতেও দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে অক্ষয় কুমার এগিয়ে এসে তাঁকে ভাইয়ের মতো সাহায্য করেছেন। এই কষ্টের সময়ে অক্ষয় কুমারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গ্লোরি বাভা খুবই খুশি। অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, 'আমার কাছে এর অর্থ কী তা বোঝানোর ভাষা নেই। অক্ষয় কুমার আমাকে কিছু প্রকাশ করতে না করেছিলেন। বর্তমানে নিজের ভাই বোনকে দেখে না, সেখানে অক্ষয় কুমার এগিয়ে এসে আমাকে সাহায্য করছেন। তাঁর দেওয়া অর্থ অবশ্যই আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করবে। কিন্তু আমার কাজ দরকার। তবে এখন লোকেরা আমায় কাজের প্রস্তাব দিচ্ছেন।'

Advertisement

অন্যদিকে তাঁর পোস্টার প্রতিক্রিয়া জানিয়ে অক্ষয় কুমার শেয়ার বলেছেন, 'আমি সোশ্যাল মিডিয়া থেকে এই তথ্য পেয়েছি। এটা খুবই দুঃখজনক যে গুরমিত বাওয়া জির পরিবার, যিনি পাঞ্জাবের গর্ব ছিলেন, আজ অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি তার মেয়ে গৌরব বাওয়াকে আমার বোন মনে করে একটি প্রেমময় অঙ্গভঙ্গি পাঠিয়েছি। এটা কোনও সাহায্য নয়, একজন পাঞ্জাবি এবং একজন শিল্পী হিসেবে এটা আমার কর্তব্য।' গ্লোরি বাওয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেছেন যে তিনি এবং তার পরিবার আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছেন। কেউ তাঁকে কাজ দিচ্ছে না।

Advertisement
Tags :
Advertisement