For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

IPL-উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের ঢল, মঞ্চ কাঁপাবে অক্ষয়-এ আর রহমানরা

ছবির প্রচারেই টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করবেন অক্ষয় কুমার। অন্যদিকে, অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগমও আইপিএল ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।
06:43 PM Mar 20, 2024 IST | Sushmitaa
ipl উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের ঢল  মঞ্চ কাঁপাবে অক্ষয় এ আর রহমানরা
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। গোটা বছরে এ সময়টার জন্যই অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। সুতরাং আর দুই দিনের অপেক্ষা! আইপিএলের ১৭ তম আসর শুরু হচ্ছে ২২ মার্চ থেকে৷ এই মরসুমের প্রথম ম্যাচটি চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে হবে৷ তার আগে, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে BCCI কর্তৃপক্ষ। যেমনটা হয়ে থাকে প্রতিটি সিজনের শুরুতেই। খবর অনুযায়ী, ২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের অনেক বড় বড় তারকারা পারফর্ম করবেন। গতবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনীতেই মেলোডি কিং অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স ছিল।

Advertisement

যেখানে গান গাইতে গাইতে প্রকাশ্যে মঞ্চে ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির পা ছুঁয়ে তাঁকে সম্মান জানিয়েছিলেন অরিজিৎ। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, এই নতুন সিজনে পারফর্ম নাও করতে পারেন অরিজিৎ সিং। তবে বিসিসিআই একটি দর্শনীয় উদ্বোধনী শো দিতে কোনও কসরত ছাড়ছে না। ইতিমধ্যেই আইপিএলের অফিসিয়াল এক্স পেজে জানানো হয়েছে, কে কে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। অক্ষয় কুমার অন্যান্যদের মধ্যে আইপিএল ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এপ্রিলে রিলিজ করবে 'বড়ে মিঞা ছোটে মিঞা'। ছবির প্রচারেই টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করবেন অক্ষয় কুমার। অন্যদিকে, অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগমও আইপিএল ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। আইপিএলের এক্সপেজ এই নামগুলো নিশ্চিত করে একটি পোস্টার শেয়ার করেছে।

Advertisement

ক্যাপশনে লেখা ছিল, "মঞ্চ সেট করা হয়েছে, আলো উজ্জ্বল, এবং #TATAIPL 2024 উদ্বোধনী অনুষ্ঠানে তারারা জ্বলজ্বল করতে প্রস্তুত! ক্রিকেট এবং বিনোদনের এক অবিস্মরণীয় সংমিশ্রণের জন্য প্রস্তুত হোন। একটি দুর্দান্ত লাইনআপ!" IPL 2024 এর উদ্বোধনী অনুষ্ঠান ২২ মার্চ সন্ধ্যা ৬:৩০ টায় শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও, Jio Cinema অ্যাপ এবং এর ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে। ১৭ মার্চ শেষ হয়েছে ওম্যান প্রিমিয়ার লিগ। যেখানে বিজয়ী হয়েছে RCB।

Advertisement
Tags :
Advertisement