OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আলাপনের অবসরকালীন ভাতা সংক্রান্ত মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টেই

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই হবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মামলার শুনানি।
05:19 PM Jan 30, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে(Supreme Court) ধাক্কা খেলেন বাংলার(Bengal) প্রাক্তন মুখ্যসচিব(Former Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Banerjee)। তাঁর অবসরকালীন ভাতা সংক্রান্ত মামলার(Cases relating to Retirement Allowance) এদিন শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেও সুপ্রিম নির্দেশ যে, আলাপনের অবসরকালীন ভাতা সংক্রান্ত মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টেই(Delhi High Court)। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি। যদিও সেই মামলার রায় যে পক্ষের বিরুদ্ধেই যাক না কেন তাঁদের কাছে সুপ্রিম কোর্টে ফের আবেদন জানানোর অধিকার থাকবে। সেই সূত্রে অনেকেই মনে করছেন, আলাপনের মামলা শুধু যে আগামী দিনে সুপ্রিম কোর্টেই যেতে চলেছে তাই নয়, হয়তো সেই মামলার শুনানির জন্য সাংবিধানিক বেঞ্চও গঠিত হতে পারে। তাই খুব দ্রুত যে এই বিষয়টির নিষ্পত্তি হবে এমনটা মোটেও মনে করা যাচ্ছে না।

ঘূর্ণীঝড় যশের প্রভাব নিয়ে পশিম মেদিনীপুরের কলাইকুন্ডায় একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মাঝপথেই বেড়িয়ে আসেন মুখ্যমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুমতি নিয়েই বৈঠক ছেড়ে বেড়িয়েছিলেন। আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর সঙ্গেই বৈঠক থেকে বেড়িয়ে যান আলাপন। এই বিষয়টিই ভাল চোখে নেননি প্রধানমন্ত্রী। সেই ঘটনার পরে পরেই আলাপনকে দিল্লিতে তলব করা হয়েছিল ও সেখানে তাঁকে কেন্দ্রের ডেপুটেশনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকরী হওয়ার আগের দিনই আলাপন তাঁর চাকরি থেকে ইস্তফা দিয়ে দেন। তাঁকে শো কজও করা হয়েছিল। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন এক্ষেত্রে উত্থাপন করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে Department of Personnel and Training’র তরফে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও তোলা হয়। শুরু হয়েছিল অনুসন্ধানও। আর এই অনুসন্ধান খারিজের আবেদন জানিয়ে Central Administrative Tribunal’র কলকাতা বেঞ্চে আবেদন করেছিলেন আলাপন।

যদিও আলাপনের মামলা কলকাতার পরিবর্তে দিল্লিতে সরানোর জন্য আবেদন করেছিল Department of Personnel and Training। Central Administrative Tribunal’র Principal Bench-এ সেই আবেদন জানানো হয়। এরপরই প্রেক্ষিতে তা দিল্লিতে স্থানান্তরিত হয়। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন। সেই মামলায় দিল্লির ক্যাট প্রিন্সিপ্যাল বেঞ্চের মামলা স্থানান্তর করার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে কিছুটা স্বস্তি পেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু Department of Personnel and Training তার জেরে সুপ্রিম কোর্টে মামলা করে। সেই মামলায় বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলা কলকাতা হাইকোর্টের এক্তিয়ারের আওতায় পড়ে না।

সেই নির্দেশের পরে মামলাটি ওঠে Principal Bench of Tribunal বা CAT-এ। সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল মামলাটি দিল্লি হাইকোর্টে শুনানির জন্য উঠবে। তার জেরে মামলাটি দিল্লি হাইকোর্টে শুনানির জন্য ওঠে। কিন্তু আলাপন সেই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান, মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাতে। তাঁর যুক্তি ছিল, যদি দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে তাহলে কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে আপত্তি কোথায়। সেই আবেদনের শুনানি শেষেই এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই হবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মামলার শুনানি।

Tags :
Alapan banerjeebengalCases relating to Retirement AllowanceCentral Administrative Tribunal.Delhi High CourtDepartment of Personnel and TrainingFormer Chief Secretary
Next Article