OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কুর্সিতে কেসিআর নাকি কংগ্রেস? বৃহস্পতিতে রায় দেবে নিজাম রাজ্য

08:23 PM Nov 29, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অপেক্ষার প্রহর গোনা শুরু। রাত পোহালেই বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোটে দাঁড়াবেন নিজাম রাজ্য হিসেবে পরিচিত তেলঙ্গানার বাসিন্দা। আগামী পাঁচ বছরের জন্য নিজেদের ভাগ্যবিধাতা বেছে নেবেন। রাজ্যে ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কেই ক্ষমতায় রাখবেন নাকি কংগ্রেসকে ক্ষমতায় আনবেন তা জানতে অবশ্য বেশ কয়েক দিন অপেক্ষা করতে হবে। বিধানসভার ভোট ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে গোটা রাজ্যকে মুড়ে ফেলা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা হিসেবে আত্মপ্রকাশের পরে এ নিয়ে রাজ্যে তৃতীয়বার বিধানসভার ভোট হচ্ছে। প্রথম দুইবার ক্ষমতা দখল করেছিল তেলেঙ্গানা আন্দোলনের অন্যতম মুখ কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি)। তবে এবার রাজ্য তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। আর ওই হাওয়াতে ভর করে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে ভোটের লড়াইয়ে থাকা বিজেপি ও আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম ভোট কাটুয়া হয়ে হিসাব-নিকেশ বদলে দিতে পারে।

১১৯টি বিধানসভা আসনের মধ্যে নকশাল অধ্যুষিত ১৩টি কেন্দ্রে সকাল সাতটা থেকে চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে। বাকি কেন্দ্রগুলিতে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। ১১৯ আসনে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ২,২৯০ জন প্রার্থী। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২২১ জন। তৃতীয় লিঙ্গেরও একজন ভাগ্য পরীক্ষায় ভোটের ময়দানে নেমেছেন। ৩ কোটি ২৬ লক্ষ ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বৃহস্পতিবার ভাগ্য পরীক্ষায় নামা হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, প্রদেশ কংগ্রেস সভাপতি রেভন্থ রেড্ডি, কে টি রামারাও, বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার, কংগ্রেস সাংসদ উত্তম রেড্ডি, আকবরউদ্দিন ওয়াইসি। বিদায়ী বিধানসভার ১০০ বিধায়ক ফের ভোটের আসরে নেমেছেন।  

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের ৪৫ হাজার জওয়ান-আধিকারিক এবং ২৩ হাজার হোমগার্ডকে নামানো হয়েছে। ৩৫ হাজার ৬৫৫টি পোলিং বুথের মধ্যে ১২,০০০ বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই সংবেদনশীল বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে।  

Tags :
5 State ElectionsTelengana Assembly Poll
Next Article