OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘সব চাকরি বিক্রি হয়নি, একা তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেও হবে না’, দাবি নওশাদের

তৃণমূলের বিরোধিতা যার নিত্যদিনের সঙ্গী, সেই তিনিই কিনা বলছেন, নিয়োগ দুর্নীতিতে একা তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই! ভাবা যায়।
10:39 AM Apr 18, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: তিনি তৃণমূলের(TMC) বিরোধী। তৃণমূলের বিরুদ্ধেই তাঁর যাবতীয় রাজনৈতিক যুদ্ধ। তাঁর নিকট বন্ধু বামেরা(Left)। বামেদের হাত ধরেই তাঁর দলের সঙ্গে জোটের সুবাদে তাঁর বিধানসভা যাত্রা। সেই তিনি কিনা এখন তাঁদেরই কাঠগড়ায় তুলছেন চাকরি চুরির(Recruitment Scam) জন্য। ভাবা যায়! না ভুলভাল কিছু শুঞ্ছেন না, পড়ছেনও না। সত্যি সত্যিই এমনটাই ঘটেছে। আর তা ঘটিয়েছেন কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে থাকা ভাঙড় থেকে নির্বাচিত বাংলার একমাত্র ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি(Noushad Shiddique)। বাংলার প্রথমশ্রেনীর এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে নওশাদ দাবি করেছেন, ‘চাকরি চুরির’ সব দোষ তিনি শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে চাপাতে চান না। তাঁর বক্তব্য, ‘চাকরি বিক্রির অভিযোগে পার্থবাবু জেলে আছেন। কিন্তু সব চাকরি বিক্রি হয়নি। একা তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেও হবে না। কিছু চাকরি সুপারিশে হয়েছে। তাতে ১০০ বছরের পুরনো দলের নেতা হয়তো বলেছেন, পার্থ’দা আমার কেসটা একটু দেখে দেবেন? এই ভাবেও অনেক চাকরি হয়েছে।’

ওয়াকিবহাল মহলের দাবি, নওশাদ এই ১০০ বছরের পুরাতন দল বলতে বামেদেরই চিহ্নিত করেছেন। যদিও অনেকেই হিসাবে ১০০ বছরের পুরনো দল বলতে নওশাদ কাদের কথা বলেছেন, তা স্পষ্ট নয়। বাংলায় রাজনীতি করে, ১০০ বছরের পুরনো এমন দল বলতে আছে একমাত্র কংগ্রেস(INC)। সিপিআইয়ের বয়স শতবর্ষ পেরিয়েছে। কিন্তু সিপিআই ভেঙে ১৯৬৪ সালে তৈরি হওয়া সিপিএমের বয়স এখন ৬০ বছর। অনেকের মতে, নওশাদ সামগ্রিক ভাবে বাম-কংগ্রেসকেই নিশানা করতে চেয়েছেন। কারণ, যে সময়ে নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে এত কাণ্ড, সেই সময়ে বিরোধীদল হিসেবে বিধানসভায় ছিল সিপিএম এবং কংগ্রেসই। নওশাদকে এ হেন মন্তব্য করতে আগে শোনা যায়নি। হতে পারে সেটা রাজনৈতিক সমীকরণের কারণে। কারণ, কংগ্রেসের সঙ্গে নওশাদদের তেমন কোনও যোগাযোগ না থাকলেও বাম তথা সিপিএমের সঙ্গে তাঁর এবং তাঁর দলের সমন্বয় ছিল। কিন্তু এখন জোট জটিলতায় সেই সব গিয়েছে ভেস্তে। আর তাতেই নওশাদের পাল্টি। যদিও এই পাল্টিতে আখেরে নিজেদের লাভই দেখছে তৃণমূল।

Tags :
INCISFLeftNoushad ShiddiqueRECRUITMENT SCAMTmc
Next Article