For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অগাধ সম্পত্তি থাকার সত্ত্বেও নিজেদের ধনী মনে করেন না মার্কিনিরা

04:35 PM Nov 13, 2023 IST | Ayantika Saha
অগাধ সম্পত্তি থাকার সত্ত্বেও নিজেদের ধনী মনে করেন না মার্কিনিরা
Custardy: Google
Advertisement

আর্ন্তজাতিক ডেস্ক: বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে মাত্রা ছাড়া। অর্থ ছাড়া জীবন এখন দুষ্কর। ধন কুবের হয়েও নিজেদের বৃত্তবান মনে করেন না অনেকেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ৮ শতাংশ অর্থাৎ ২৪০ জন কোটিপতি নিজেদের বৃত্তশালী বলে মনে করেন। 

Advertisement

মার্কিন ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি অ্যামেরি প্রাইজ ফাইন্যান্সিয়াল কোম্পানী প্রায় তিন হাজার কোটিপতি মার্কিনির উপর একটি গবেষণা চালায়। তাদের প্রত্য়েকেরই ১ মিলিয়ন ডলার বা তার বেশি ধন সম্পদ রয়েছে। কিন্তু যথেষ্ট অর্থ-সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও ৯২ শতাংশ কোটিপতিই নিজেদের ধনী বলে মনে করেন না। মাত্র ৬০ শতাংশ মার্কিনি কোটিপতি নিজেদের উচ্চ মধ্যবিত্ত বলে মনে করেন এবং মাত্র ৩১ শতাংশ মার্কিনি নিজেদের মনে করেন মধ্যবিত্ত। অর্থাৎ মাত্র ৮ শতাংশ মার্কিনি নিজেদের বৃত্তশালী মনে করেন। 

Advertisement

অন্যদিকে আরও একটি মার্কিন ফাইন্যান্সিয়াল কোম্পানির পৃথক এক গবেষণায় দেখা গিয়েছে যে, মার্কিনিরা মনে করেন তাদের বার্ষিক আয় গড়ে দুই লাখ তেত্রিশ হাজার ডলার হলে তবেই তারা নিজেদের আর্থিকভাবে সুরক্ষিত এবং বলবান বলে মনে করেন। আর বছরে প্রায় পাঁচ লাখ ডলার আয় করলে তবেই তারা নিজেদের ধনী ও বৃত্তবান মনে করেন।

তবে এই সমীক্ষা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। অ্যামেরি প্রাইজের আর্থিক পরিকল্পনাকারী এবং ব্যক্তিগত সম্পদ উপদেষ্টা কিম মায়েজের মতে, অনেকেই দামী সম্পদ আর পরিমাণে অল্প সম্পদের দামের মধ্যে তারতম্য করতে গিয়ে ব্যক্তিগত সম্পদের পরিমাপে গড়মিল করে ফেলেন। যদিও এটি অর্থনৈতিক চক্রের একটি অংশ।’

Advertisement
Tags :
Advertisement