OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নরেন্দ্র মোদি, আশা ভোঁসলের পর লতা দীনানাথ পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

গতকাল মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত শিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন।
01:26 PM Apr 17, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: এ বছর লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার মঙ্গেশকর পরিবার বিষয়টি ঘোষণা করেছেন। ২০২২ সালে ৬ ফেব্রুয়ারি একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে মারা যান দেশের কিংবদন্তি কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুর পর লতা মঙ্গেশকর পরিবার এবং ট্রাস্ট লতা মঙ্গেশকরের স্মরণে পুরষ্কারটি প্রতিষ্ঠা করেছিল। আগামী ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের বাবা এবং থিয়েটারসংগীতশিল্পী প্রবীণ দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি দিবসে এই স্বীকৃতি দেওয়া হবে বিগ বিকে। প্রতি বছর লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারটি এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি জাতি, মানুষ এবং সমাজের প্রতি তাঁর পথভ্রষ্ট অবদান রেখেছেন। লতা মঙ্গেশকরের মৃত্যুর পর প্রথম এই পুরস্কারটি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপর ২০২৩ সালে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার দেওয়া হয় লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলেকে।

এছাড়াও এই পুরস্কারে সম্মানিত হবে এ আর রহমানও। গতকাল মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত শিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন। সমাজসেবার ক্ষেত্রে সেবার জন্য অলাভজনক সংস্থা দীপস্তম্ভ ফাউন্ডেশন মনোবলকেও পুরস্কার দেওয়া হবে, অন্যদিকে মালহার ও বজ্রেশ্বরী প্রযোজিত অষ্টবিনায়ক প্রকাশিতের ‘গালিব’ বছরের সেরা নাটক হিসেবে স্বীকৃতি পাবে। মারাঠি লেখক মঞ্জিরি ফাডকে সাহিত্যে অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার (বাগবিলাসিনী পুরস্কার) পাবেন, আর অভিনেতা রণদীপ হুডা সিনেমায় অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হবেন। প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলহাপুরে সিনেমায় তাদের অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন। প্রাপকদের মধ্যে সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য রূপকুমার রাঠোড়, সম্পাদকীয় পরিষেবার জন্য ভাউ তোরসেকর এবং নাট্য ও নাটকের পরিষেবার জন্য অতুল পারচুরে এই পুরস্কার পাবেন।

হৃদয়নাথ মঙ্গেশকর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং পুরস্কারপ্রাপ্তদের আশা ভোঁসলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি তে আরও বলা হয়েছে, "১৯৪৩ সাল থেকে, আমরা এই দিনটি উদযাপন করে আসছি। লতা দিদি আমাদের সঙ্গে নেই। তবে তার আশীর্বাদ এবং অনুপ্রেরণা আমাদের সঙ্গে রয়েছে। আমরা এটি উদযাপন করতে থাকব এবং আমরা আশা করছি যে, এটি আমাদের পরেও প্রতি বছর ঘটবে। আমরা সবাই ৯০ পেরিয়েছি, আমরা এই ট্রাস্ট দীনানাথ স্মৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।" গায়ক রূপকুমার রাঠোড বলেছেন, দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাওয়া অস্কার বা গ্র্যামি ট্রফি পাওয়ার চেয়ে বড়। তিনি আরও বলেন, "আমি গত ৪৫ বছর ধরে সঙ্গীতের পথে রয়েছি। আমার কাছে এই পুরস্কার অস্কার বা গ্র্যামির চেয়ে কম নয়, তার চেয়েও বড়। এটা অনেক জন্মের পর মুক্তি পাওয়ার মতো।"

Tags :
Amitabh Bachchan
Next Article