OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

অক্ষয়ের পরে ISPL-এর মুম্বই, বেঙ্গালুরু টিম কিনলেন অমিতাভ-হৃতিক

২০২৪ সালে ISPL খেলবে তাঁর দল। এবার সেই তালিকায় আরেকটি নামও জুড়ল। অক্ষয় কুমারের পরে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে যোগ দিলেন অমিতাভ বচ্চন। মুম্বাই দল কিনলেন অমিতাভ বচ্চন।
01:29 PM Dec 18, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের প্রতি বলিউড তারকাদের একটু বেশিই নজর। তেমনি দেশের ক্রিকেট তারকারা ও ওতোপ্রতোভাবে জড়িত বলিউডের সঙ্গে। কেউ কেউ বলিউড অভিনেত্রীকে বিয়ে করে নিয়েছেন, আবার কেউ কেউ নিজের বাড়ির জামাই বানিয়েছেন দেশের ক্রিকেট তারকাকে। যেমন, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এই মূহুর্তে দেশের অন্যতম পাওয়ারফুল দম্পতি। এছাড়াও গতবছর সুনীল শেট্টির কন্যা আথিয়া কে বিয়ে করেছেন ক্রিকেট তারকা কে এল রাহুল। এছাড়াও হেজেলকে বিয়ে করে এখন সুখের সংসার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং- এর। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তাঁরা। এছাড়াও হার্দিক পান্ড্যকে বিয়ে করেছেন বিখ্যাত মডেল নাতাশা। এছাড়াও হরভজন সিংয়ের স্ত্রীও হলেন বলিউড অভিনেত্রী গীতা কাপুর। এদিকে কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরও বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলী পতৌদিকে। সুতরাং বুঝতেই পারছেন, ভারতের ক্রিকেটের সঙ্গে লম্বা সম্পর্ক বলিউডের। এছাড়া, ব্যবসায়িক দিক থেকেই ক্রিকেটের সঙ্গে লম্বা সম্পর্ক রয়েছে বলিউডের। আইপিএলের একাধিক দলের মালিক বলিউড তারকারা। যার মধ্যে আছেন, শাহরুখ খান, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রারা।

এছাড়াও দিন কয়েক আগেই ISPL নামক নতুন ক্রিকেট ইভেন্টের একটি দল কিনেছেন অক্ষয় কুমার। ২০২৪ সালে ISPL খেলবে তাঁর দল। এবার সেই তালিকায় আরেকটি নামও জুড়ল। অক্ষয় কুমারের পরে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে যোগ দিলেন অমিতাভ বচ্চন। মুম্বাই দল কিনলেন অমিতাভ বচ্চন। উল্লেখ্য, ISPL হল ভারতের প্রথম টেনিস বল T10 ক্রিকেট টুর্নামেন্ট, যেটি একটি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়। খেলা হবে, ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। হায়দরাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং শ্রীনগরের দলগুলির সঙ্গে খেলা হবে। প্রথম সংস্করণে ১৯ টি ম্যাচ হবে। বচ্চন একটি পেশাদার প্ল্যাটফর্মের জন্য রাস্তার প্রতিভা লালন করার জন্য সম্মান এবং বিশেষাধিকার প্রকাশ করেছেন। অমিতাভ বচ্চন এখন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুম্বাই টিমের মালিক।

এদিন অভিনেতা এটি ঘোষণা করে জানান, "তাদের জন্য একটি সুযোগ যারা রাস্তায়, গলিতে তাদের সামর্থ্য প্রদর্শন করেছে এবং ক্রিকেট খেলার জন্য ঘরে তৈরি পিচ তৈরি করেছে, এখন পেশাদারভাবে একটি দলের জন্য নির্বাচিত হওয়ার এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের সামনে আনুষ্ঠানিক সেটআপে তাদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবে!" অমিতাভ বচ্চন ছাড়াও হৃতিক রোশনও ISPL-এর বেঙ্গালুরু টিম কিনেছেন। সম্প্রতি বেঙ্গালুরু দলের মালিক এবং HRX-এর প্রতিষ্ঠাতা, হৃতিক রোশন, বলেছেন, "ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ একটি প্রতিশ্রুতিশীল উপায় ব্যতিক্রমী প্রতিভা। বেঙ্গালুরু দলের মালিক হিসাবে এই উচ্চাকাঙ্ক্ষী যাত্রার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি নতুন নক্ষত্রের উত্থান এবং এই বিন্যাসে যে অতুলনীয় শক্তি নিয়ে আসে তা প্রত্যক্ষ করার অপেক্ষায় আছি৷" ISPL প্রবর্তন করেন রবি শাস্ত্রী , লিগের প্রধান পরামর্শদাতা এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ, আশিস শেলার, অমল কালে, এবং লিগ কমিশনার সুরজ সামাত।

Tags :
Amitabh BachchanHritthik RoshanISPL
Next Article