For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মার্কিন মুলুকেও মিলবে এবার আমুল দুধ

06:49 PM Mar 23, 2024 IST | Sundeep
মার্কিন মুলুকেও মিলবে এবার আমুল দুধ
Advertisement

নিজস্ব প্রতিনিধি, আনন্দ: ভারতের মাটি ছেড়ে এবার বিদেশে চলল দেশের নামী দুগ্ধজাত পণ্য প্রতিষ্ঠান আমুল। মার্কিন মুলুকেও এবার মিলবে আমুলের দুধ। শনিবার এ কথা জানিয়েছেন আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। মার্কিনরা এবার নিজেদের দেশে বসেই আমুল শক্তি, আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল স্লিমের স্বাদ নেবেন।

Advertisement

কয়েক দশক হাতেই ভারতে সাদা বিপ্লবের হাত ধরে আত্মপ্রকাশ করেছিল আমুল ব্র্যান্ডের দুধ। গত কয়েক বছরে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টেক্কা দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় দুগ্ধজাত পণ্য উ‍ৎপাদকের মুকুট মাথায় পরেছে আমুল। দুধের পাশাপাশি মাখন, পনির, ফ্রেশ ক্রিম, লস্যি, ঘোল-সহ একাধিক দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদন করছে সংস্থাটি। মূলত গুজরাত ভিত্তিক হলেও মহাত্মা গান্ধির খাসতালুক ছেড়ে গোটা দেশেই বেওসা করছে। তবে দক্ষিণ ভারতের তামিলনাডু ও কর্নাটকে ব্যবসার প্রসার ঘটাতে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের ব্যাপক বাধার মুখে পড়তে হয়েছিল।

Advertisement

দেশীয় বাজারে একচেটিয়া বেওসা ও মুনাফা করার পরে বিদেশের বাজার ধরতে ঝাঁপিয়ে পড়েছেন আমুলের কর্তারা। আর এ ক্ষেত্রে প্রথমেই জো বাইডেনের আমেরিকাকে বেছে নিয়েছেন। কেননা, মার্কিন মুলুকে বহু ভারতীয় রয়েছেন। যাদের কাছে আমুল ব্র্যান্ড একটা আবেগ। সেই আবেগেই সুড়সুড়ি দিতে চাইছে গুজরাতি সংস্থাটি। মার্কিন মুলুকে অবশ্য ৫০০ মিলি কিংবা ১০০০ মিলির প্যাকে নয়, এক গ্যালন (৩.৮ লিটার) ও আধা গ্যালন (১.৯ লিটার) প্যাকে বাজারজাত করা হবে দুধ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ধরতে সেখানকার শতাব্দী প্রাচীন এক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে আমুল কর্তৃপক্ষ। মিচিগান মিল্ক প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগেই আমেরিকায় দুধ বাজারজাত করছে সংস্থাটি।

Advertisement
Tags :
Advertisement