OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

লোহা এবং ফাইবার দিয়ে তৈরি হচ্ছে ৮০ ফুটের কালী প্রতিমা, জনজোয়ারে ভাসবে ব্যারাকপুর

ক্লাব কর্মকর্তাদের দাবি, ব্যারাকপুর মহকুমায় এতবড় কালী প্রতিমা এর আগে কখনও হয়নি। করোনা আবহের আগে ১০ ফুটের কালী প্রতিমা তৈরি হত।
05:24 PM Nov 01, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ নভেম্বর থেকে শুরু দীপাবলী, বাঙালীদের কাছে যা কালী পুজো নামেই অভিহিত। দুর্গা পুজোতে যেমন কলকাতায় ভিড় জমে, তেমনি কালী পুজোয় ভিড় জমে শহর তলিতে। যে তালিকায় প্রথমেই নাম আসে বারাসত এবং নৈহাটির। থিম প্যান্ডেলের দিক দিয়ে যেমন সর্বেসর্বা বারাসত, তেমনি বড় বড় কালী মূর্তি নির্মাণের গতিতে ১ নম্বর নৈহাটী। দুটি শহরই উত্তর ২৪ পরগনা জেলাতে অবস্থিত। তাই কালী পুজোর দিনগুলিতে মোটামুটি গোটা রাজ্যের মানুষের ভিড় এই দুটি শহরে। মুলত কালী পুজো তিনদিনের হয়ে থাকে। কিন্তু এখানে গোটা ৭ দিন ধরে উৎসবের মেজাজ থাকে। নৈহাটির স্টেশন চত্বরের প্রধান আকর্ষণ বড় বড় কালী প্রতিমা।

যা দেখলে চোখ জুড়িয়ে যায়, বিশেষ করে নৈহাটির বড় মা গোটা দেশে বিখ্যাত। এ বছর নৈহাটির বড় মায়ের ১০০ বছর পূর্তি। তবে নৈহাটি, বারাসতের পাশাপাশি ব্যারাকপুরের মণি রামপুরের কালী পুজোও বিখ্যাত। যেমন গত বছর ৬০ ফুটের কালী প্রতিমা তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল বারাকপুর শিল্পাঞ্চলের মণিরামপুর বটতলা ক্লাব। যেখানে দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো ছিল। তখনই উদ্যোক্তারা ঠিক করে নিয়েছিলেন আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে প্রতিমার উচ্চতা আরও বাড়াবেন। এবার সেই ভাবনা থেকেই আশি ফুটের কালী প্রতিমা তৈরির কাজ শুরু করল ব্যারাকপুরের মণিরামপুরের বটতলা স্পোর্টিং ক্লাব। ক্লাব কর্মকর্তাদের দাবি, ব্যারাকপুর মহকুমায় এতবড় কালী (Kali Puja 2023) প্রতিমা এর আগে কখনও হয়নি। করোনা আবহের আগে ১০ ফুটের কালী প্রতিমা তৈরি হত।

কিন্তু মহামারীর দুবছর পর পুজোয় অভিনবত্ব আনার জন্যে সুউচ্চ প্রতিমা গড়ার চিন্তাভাবনা করেন কর্তৃপক্ষ। তারই উদাহরন গত বছরের ৬০ ফুট উচ্চতা। তবে এবছর দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করতে তাঁরা ৬৫তম বর্ষের পুজোয় ৮০ ফুটের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। সেইমতো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরির কাজ। কলকাতার শিল্পী কৃশানু পাল প্রতিমাটি তৈরি করছেন। একইসঙ্গে প্রতি বছরের মতো এবছরও বিশেষ আকর্ষণ থাকছে চন্দননগরের আলোকসজ্জা। আগে থেকেই ভিড় সামাল দেওয়ার জন্য মণ্ডপে অতিরিক্ত স্বেচ্ছাসেবক রাখা হবে। এবছর তাদের থিম ছোট মুখে বড় কথা। এই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে লোহা এবং ফাইবার দিয়ে ৮০ ফুটের সুউচ্চ প্রতিমা তৈরি করছেন তাঁরা। 

 

Tags :
Kali Puja 2023
Next Article