OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘বিজেপি রাজবংশীদের জন্য কিছুই করেনি’, মোদি আসার আগেই বিস্ফোরক অনন্ত

মোদি আসার আগেই অনন্ত সাফ জানিয়ে দিয়েছেন, ‘রাজবংশীদের জন্য কিছুই করেনি বিজেপি। রাজবংশীদের দেওয়া কোনও প্রতিশ্রুতিই পালন করেনি কেন্দ্র সরকার।’
09:43 AM Apr 04, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: যাকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) আজ সভা করবেন কোচবিহারের মাটিতে, সেই তিনিই কিনা প্রধানমন্ত্রী আসার আগে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপিকে নিয়ে। যাকে সামনে রেখে বিজেপি(BJP) উত্তরবঙ্গের(North Bengal) রাজবংশী ভোট(Rajbangshi Vote Bank) নিজেদের হাতের মুঠোয় আনতে চাইছে, তাঁকে কিনা রাজ্যসভায় দলের সাংসদ করে পাঠিয়েও কিছুতেই বাগে আনতে পারছে না। হ্যাঁ ঠিকই পড়ছেন। বিজেপিতে ক্রমশই বিদ্রোহী হয়ে উঠছেন অনন্ত মহারাজ(Ananta Maharaj)। এদিন প্রধানমন্ত্রী কোচবিহারের(Coachbehar) রাসমেলা মাঠে সভা করবেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে। সেই সভায় থাকার কথা অনন্ত মহারাজের। কিন্তু ওই সভার আগেই সংবাদমাধ্যমে বিস্ফোরক দাবি করে বসেছেন অনন্ত মহারাজ। সাফ জানিয়ে দিয়েছেন, ‘রাজবংশীদের জন্য কিছুই করেনি বিজেপি। রাজবংশীদের দেওয়া কোনও প্রতিশ্রুতিই পালন করেনি কেন্দ্র সরকার। পৃথক রাজ্য থেকে নারায়ণী ব্যাটালিয়ন কিছুই হয়নি। কিন্তু কেন বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে না, তা আমার জানা নেই। কিন্তু এটাই বাস্তব। সবটাই মানুষ জানেন।’

উত্তরবঙ্গের রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং বালুরঘাট – এই ৪টি লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল অনেকটাই নির্ভর করে রাজবংশীদের সমর্থনের ওপরে। উনিশের লোকসভা ভোটের প্রাক্কালে সেই রাজবংশীদের ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কখনও পৃথক কামতাপুরী রাজ্যের গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তো কখনও পৃথক কোচ রাজ্যের গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিনিময়ে রাজবংশীদের সমর্থন পেয়ে ওই ৪টি লোকসভা কেন্দ্রই নিজেদের পকেটে পুরেছিল বিজেপি। কিন্তু তারপর তাঁরা আর রাজবংশীদের জন্য কিছুই করেনি। যার জেরে দেখা যায় একুশের বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও রাজবংশী ভোট ফের তৃণমূলমুখী হয়েছে। এই অবস্থায় ২৪’র ভোটে রাজবংশীদের বিজেপির প্রতি সমর্থন নিশ্চিত করতে রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্তকে বিজেপি বাংলা থেকেই রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে। কিন্তু এখন সেই অনন্তই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। যদিও বিজেপির দাবি, অনন্ত মহারাজ তাঁদের সঙ্গেই রয়েছেন। মোদির সভাতেও তিনি হাজির থাকবেন বলে কথা দিয়েছেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, অনন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে লোকসভা নির্বাচনের আগে রাজবংশীদের জন্য পৃথক রাজ্য গঠনের বিষয়টি নিয়ে প্রকাশ্যেই কিছু ঘোষণা করতে আবদার করেছিলেন। কিন্তু অনন্ত কার্যত নিরাশ করে শাহ নাকি তাঁকে জানিয়ে দেন, লোকসভা ভোটের প্রাক্কালে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকা কিছুই সম্ভব নয়। আর তাতেই চটে লাল হয়ে গিয়েছেন অনন্ত। সব থেকে বড় কথা, রাজবংশীদের সব থেকে বড় সংগঠন Greater Cooch Behar People’s Association বা GCPA এবার সাফ জানিয়ে দিয়েছে, তাঁরা কিছুতেই বিজেপিকে আর সমর্থন দেবেন না। তাঁদের সমর্থন থাকবে তৃণমূলের দিকে। সেই মতন তাঁরা উত্তরবঙ্গ জুড়েই তৃণমূলের হয়ে প্রচার করা শুরুও করে দিয়েছেন। তাই আজকে মোদির সভায় অনন্ত মহারাজ উপস্থিতি থাকলেও বিজেপি যে ২৪’র ভোটে আর রাজবংশীদের সমর্থন পাবে না সেটা পদ্ম পার্টির সব নেতারাই বুঝতে পারছেন। আর তাতেই নিশীথের জয় নিয়ে সন্দেহ দানা বাঁধছে।

অনন্ত মহারাজের পাল্টি খাওয়া প্রসঙ্গে এখন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া জানিয়েছেন, ‘দেরিতে হলেও জুমলাটা বুঝতে পেরেছেন অনন্ত মহারাজ। রাজবংশীদের ভোট টানার জন্য যে ভাঁওতা দিয়েছিল বিজেপি, সেটা প্রকাশ্যে এসেছে। বরং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন। রাজবংশী ভাষা আকাদেমি তৈরি করেছেন। প্রাথমিক স্তরের স্কুলগুলিতে মাতৃভাষায় পঠনপাঠনের স্বীকৃতি মিলেছে। রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন হয়েছে। মোদির গ্যারান্টির যে কোনও সারবত্তা নেই, অনন্ত মহারাজের কথায় তা ফের প্রমাণ হল। গত পাঁচ বছরে রাজবংশীদের জন্য কিছুই করেনি বিজেপি। এ বার মানুষ ঠিক করবেন তারা কী করবেন।’

Tags :
Ananta MaharajBJPCoachbeharNarendra modinorth bengalRajbangshi Vote Bank
Next Article