For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিবস্ত্র হয়ে অ্যাওয়ার্ড প্রদান, অস্কার মঞ্চে চমক দেখালেন কুস্তিগীর জন সেনা

শেষ পর্যন্ত তাঁর কথাতেই মঞ্চে পা রাখেন নগ্ন জন সিনা। তবে নিজের গোপনাঙ্গ আড়াল করতে তিনি এই বিভাগে অস্কার প্রাপকের নাম বেছে নিয়েছিলেন।
01:25 PM Mar 11, 2024 IST | Sushmitaa
বিবস্ত্র হয়ে অ্যাওয়ার্ড প্রদান  অস্কার মঞ্চে চমক দেখালেন কুস্তিগীর জন সেনা
Advertisement

নিজস্ব প্রতিনিধি: অস্কারের মঞ্চে বড় চমক। কোনও পোশাক না পরেই মঞ্চে এসে চমক দিলেন WWE তারকা তথা প্রখ্যাত অভিনেতা জন সিনা(JOHN CENA)। যা কিনা রীতিমতো ঐতিহাসিক ঘটনা। অস্কারের মঞ্চে প্রতি বছরেই কোনও না কোনও চমক থাকে। তা নিয়ে গোটা বছর ধরে চলে চর্চা। যেমন, ২০২২ সালে প্রখ্যাত অভিনেতা উইল স্মিথের কাছে প্রকাশ্যে চড় খেয়েছিলেন, সে বছরে অস্কারের সঞ্চালক ক্রিস রক। সেই ঘটনায় উইল স্মিথকে ১০ বছরের সাসপেন্ড করা হয়। এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের অস্কারে বিরাট চমক। সোমবার সকালে অস্কার মঞ্চে বেস্ট কস্টিউম বা সেরা পোশাক বিভাগে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করতে ওঠেন জন সিনা।

Advertisement

তখন তাঁর পরনে কিছুই ছিল না। সম্পূর্ণ নগ্ন হয়েই মঞ্চে ওঠেন অভিনেতা, এবং বিজয়ীর নাম ঘোষণা করেন। পোশাক বিভাগে তাঁর এই অভিনব চমকের ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জলসের ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের অনুষ্ঠান।তখন ভরা প্রেক্ষাগৃহে সঞ্চালক জিমি কিমেল প্রথমে বলে ওঠেন যে, এই বিভাগের অস্কার জয়ীর নাম ঘোষণা করবেন জন সিনা। তখনই বিনা পোশাকে মঞ্চে আসেন জন সিনা। যা রীতিমতো চমকে দেয় দর্শকদেরও। তবে প্রথমে জনি সিনা বিবস্ত্র অবস্থায় মঞ্চে পা রাখতে দ্বিধাগ্রস্ত থাকলেও পরে জিম কিমেল তাঁকে সাহস যোগান। শেষ পর্যন্ত তাঁর কথাতেই মঞ্চে পা রাখেন নগ্ন জন সিনা। যা দেখে রীতিমতো হাস্যরব ওঠে দর্শকমহলে। তবে নিজের গোপনাঙ্গ আড়াল করতে তিনি এই বিভাগে অস্কার প্রাপকের নাম বেছে নিয়েছিলেন। যেটি মুখবন্ধ খাপমের ভেতরে ছিল। আসলে আকর্ষণীয় পোশাকে ডিজাইনারের নাম ঘোষণা করবেন বলে কথা, তাতে একটু চমক না রাখলে হয়।

Advertisement

কিন্তু খাম না খুললে বিজয়ীর নাম ঘোষণা করবেন কী করে? শেষ পর্যন্ত তাঁকে একটি একটি বড় পর্দা দিয়ে আবৃত করে ঘোষনা করা হয় বিজেতার নাম। বাকি প্রতিযোগীদের টেক্কা দিয়ে সেরা পোশাক বিভাগে অস্কার জেতেন ‘পুওর থিংস’। ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিও। নেটিজেন মহলে ইতিমধ্যেই তৈরী হয়ে গিয়েছে একাধিক মিম-ও। জানিয়ে রাখি, এর আগে ১৯৭৪ সালেও একজন অভিনেতা এমন নগ্ন অবস্থায় অস্কারের মঞ্চে এসেছিলেন। 'পুরো থিংস' সেরা কস্টিউম ডিজাইনের জন্য অস্কার জিতেছে। চুল এবং মেকআপ, প্রোডাকশন ডিজাইন এবং পোশাকের জন্য ব্যাক-টু-ব্যাক-টু-ব্যাক জয়ের সঙ্গে ফিল্মটি একাধিক অস্কার বিজয়ী হয়েছে। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন, সেরা অভিনেতা হয়েছেন সিলিয়ান মারফি। আর সেরা ছবি হিসেবে অস্কার জিতেছে ওপেনহাইমার।

Advertisement
Tags :
Advertisement