For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

২০১২ সালের পর আরও একটি ম্যাচ টাই

11:34 AM Jun 03, 2024 IST | Mainak Das
২০১২ সালের পর আরও একটি ম্যাচ টাই
Advertisement

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে আরও একটি ম্যাচ টাই হল। ২০১২ সালের পর আরও একটি টি ২০ ম্যাচ টাই হল। সোমবার বার্বাডোজে ওমান ও নামিবিয়ার ম্যাচ প্রথমে টাই হয়ে যায়। এরপর সুপার ওভারে নাটকীয়ভাবে ম্যাচটি জেতে নামিবিয়া। পাশাপাশি এদিনের ম্যাচে সবচেয়ে বেশি এলবিডব্লুতে আউট হওয়ার রেকর্ডও তৈরি হয়েছে।

Advertisement

২০১২ সালের টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচ টাই হয়ে যায়। এই দুই ম্যাচেই সুপার ওভারে ম্যাচ হেরে যায় কিউয়িরা। এই নিয়ে চতুর্থবার কোনও ম্যাচ টাই হল। টি ২০ বিশ্বকাপ যে বছর প্রথম শুরু হয়েছিল, সেই ২০০৭ সালে প্রথম টাই ম্যাচের ঘটনা ঘটে। সেই বছর ভারত-পাকিস্তান ম্যাচের নিষ্পত্তি হয়েছিল সুপার ওভারে। শেষ পর্যন্ত ভারত জয়লাভ করে।

Advertisement

এদিকে নামিবিয়ার ইতিহাসে এটাই প্রথম টাই ম্যাচ। তবে ওমানের এটা দ্বিতীয় ম্যাচ যেটা সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে। গত বছরে নেপালের বিরুদ্ধে ম্যাচটি টাই করে ওমান। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জিতেছিল। তবে এদিন আর শেষ হাসি হাসতে পারল না এশিয়ার এই দেশটি।

পাশাপাশি সোমবারের নামিবিয়া-ওমানের ম্যাচটিতে আরও একটি রেকর্ড হয়। এদিন ছয় জন ব্যাটসম্যান এলবিডব্লুতে আউট হয়েছেন। এর আগে তিনটি ম্যাচে পাঁচটি করে এলবিডব্লুতে আউট হওয়ার ঘটনা ঘটেছিল। তবে এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

Advertisement
Tags :
Advertisement