For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘আমজনতা দিচ্ছে ডাক, কোথায় গেল ১৫ লাখ’, মোদি বিরোধী ঝড় তৃণমূলের

প্রধানমন্ত্রী বাংলায় পা রাখতেই সোশ্যাল মিডিয়ায়ে এদিন সকাল থেকেই মোদি বিরোধী প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
01:29 PM Mar 01, 2024 IST | Koushik Dey Sarkar
‘আমজনতা দিচ্ছে ডাক  কোথায় গেল ১৫ লাখ’  মোদি বিরোধী ঝড় তৃণমূলের
Courtesy - Twitter
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই বাংলায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন অর্থাৎ শুক্রবার তিনি সভা করবেন হুগলি জেলার আরামবাগে। আগামিকাল অর্থাৎ শনিবার তাঁর সভা রয়েছে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের বুকে। এদিন কলকাতাতেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী। তবে এই দুই সভা করেই বাংলায় কর্মসূচী শেষ হয়ে যাচ্ছে না প্রধানমন্ত্রীর। আগামী দিনেও তিনি আসনবেন বাংলার(Bengal) বুকে ২৪’র ভোটের(General Election 2024) প্রচার করতে। কেননা বিজেপির লক্ষ্য বাংলা থেকে ৩৫জন প্রার্থীকে ভোটে জিতিয়ে সাংসদ করে দিল্লি নিয়ে যাওয়া। সেই লক্ষ্য পূরণ হবে কী হবে না তা সময়ই বলে দেবে। তবে প্রধানমন্ত্রী বাংলায় পা রাখতেই সোশ্যাল মিডিয়ায়ে(Social Media) এদিন সকাল থেকেই মোদি বিরোধী প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। মূলত ফটো গ্রাফিক্সের মাধ্যমেই নানা প্রশ্ন ও শ্লোগান তুলে আক্রমণ করা হচ্ছে প্রধানমন্ত্রীকে।

Advertisement

কী কী থাকছে সেই সব প্রশ্ন ও শ্লোগানে? কিছু ফটো গ্রাফিক্স থাকছে হিন্দি উচ্চারণে, ইংরেজিতে লেখা, আবার কিছু ফটো গ্রাফিক্সের মধ্যে থাকছে স্পষ্ট বাংলায় লেখা। যেমন হিন্দি উচ্চারণে ইংরেজিতে লেখা হয়েছে, ‘Dear Modi Ji, Awas Ka Paisa Abhi Bhi Nahi Mila, Kya Apna Time Ayega’। শেষে হ্যাজট্যাগ দিয়ে লেখা #AayeHoToh BataKeJao। আবার কোনটাতে লেখা, ‘Dear Modi Ji, MGNREGA Ka Paisa Kab Tak Rokoge, Kyunki Intehan Ho Gayi Intezar Ki’। সেই লেখার শেষেও হ্যাজট্যাগ দিয়ে লেখা #AayeHoToh BataKeJao। আবার বাংলায় লেখা হয়েছে, ‘বাংলার প্রতি এত রাগ কেন আপনার? ভোটে জেতেন না বলে?’। আছে ‘আমজনতা দিচ্ছে ডাক, কোথায় গেল ১৫ লাখ’ শ্লোগানও। কার্যত এই ধরনের ২০ থেকে ২৫টি ফটো গ্রাফিক্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকেই ঝড় তুলেছে তৃণমূল। অস্বীকার করার উপায় নেই যে সেই প্রচারে অস্বস্তি বেড়েছে বিজেপির।

Advertisement

Advertisement
Tags :
Advertisement