OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

অনুরাগ বসুর বাড়িতে জমকালো সরস্বতী পুজোর আয়োজন, খিচুড়ি প্রসাদে মজলেন কার্তিক-অভিষেকরা

অন্যদিকে এদিন নিজের বাড়িতেই সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন পরিচালক অনুরাগ বসু। শুধু তাই নয়, একেবারে পাত পেড়ে অতিথিদের নিজের হাতে খাওয়ালেন তিনি।
11:36 AM Jan 27, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। তাই যেকোনও উৎসবের দিনে যে যেখানেই থাকুক না কেন, বাড়ি ফেরার চেষ্টা করে, বা যেখানেই থাকুক না কেন উৎসবের রেশ নিজের থাকার জায়গাতেই আনার চেষ্টা করে। ঠিক যেমনটা করলেন, বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ বসু। চলতি বছর ২৬ জানুয়ারি দেশের ৭৪ তম প্রজাতন্ত্রের দিনই ছিল, বাঙালির সরস্বতী পুজো। আমজনতার পাশাপাশি সেলিব্রিটিরাও জমিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছেন। তবে এদিন কলকাতার পাশাপাশি মুম্বইতেও চলেছে সরস্বতীর পুজোর উদযাপন। কেননা হিন্দি চলচ্চিত্রে অভিনয় করলেও মুম্বইতে বাঙালি পরিচালক এবং তারকাদের সংখ্যা অগন্তি। যেমন, রানি মুখোপাধ্যায়, বঙ্গতনয়া হয়েও এখন মুম্বইতেই তাঁর রাজকার্য। অন্যদিকে এদিন নিজের বাড়িতেই সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন পরিচালক অনুরাগ বসু। শুধু তাই নয়, একেবারে পাত পেড়ে অতিথিদের নিজের হাতে খাওয়ালেন তিনি।

অতিথিদের তালিকায় ছিলেন, মুম্বইয়ের একগুচ্ছ তারকা। ছিলেন রাজকুমার রাও এবং অভিনেতা-স্ত্রী পত্রলেখা, কার্তিক আরিয়ান, অভিষেক বচ্চন, ফাতিমা সানা শেখ, আদিত্য রায় কাপুর, সঙ্গীত রচয়িতা প্রীতম, কার্তিক আরিয়ান। বৃহস্পতিবার অনুরাগ বসুর সরস্বতী পুজোর উৎসবে যোগ দিয়েছিলেন তাঁরা। অনুরাগ বসু ইনস্টাগ্রামে পূজার বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের ২৯ তম সরস্বতী পুজো! নতুন বন্ধু, পুরানো বন্ধু, একই মজা।" একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি বেইজ শাড়িতে পত্রলেখা, কালো টি-এর উপরে পরা বেগুনি শার্টে রাজকুমার, কমলা রঙের পোশাকে ভুষণ কুমার এবং সাদা কুর্তা পায়জামাতে কার্তিক আরিয়ান একটি লাইনে বসে আছেন। এবং তাঁদের প্রথাগত খিচুড়ি পরিবেশন করছেন অনুরাগ। তবে শুধু খিচুড়ি নয় পুরি, পাপড়, সবজি ইত্যাদিও অন্তর্ভুক্ত ছিল।

অনুরাগ একটি গ্রুপ ছবিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি, রাজকুমার, কার্তিক, ভূষণ কুমার এবং আরও কয়েকজন একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। এদিকে অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে, গোলাপী কুর্তা পায়জামায়, দেবী সরস্বতী মূর্তির সামনে প্রার্থনা করছেন। সাদা শাড়িতে থাকা ফাতিমাকেও একটি ছবিতে প্রতিমার সামনে পোজ দিতে দেখা যায়। একটি ছবিতে আদিত্য রায় কাপুরকে একটি ছোট সাদা কুর্তা এবং নীল ডেনিমে দেখা গিয়েছে৷

Tags :
MUMBAI CELEBRITIES CELEBRATION SARASWATI PUJOSaraswati Puja.
Next Article